বিউটি সার্ভিস I ব্যাক ফেশিয়াল
শুধু মুখত্বক আর হাত–পায়েই সীমাবদ্ধ নেই রোজকার রূপচর্চা। পৌঁছে গেছে শরীরের বিভিন্ন অংশে। শহরের বিউটি স্যালনগুলোতেও এখন দেওয়া হয় বিশেষায়িত সব সেবা। শরীরের বিভিন্ন অংশের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলার জন্য। পিঠের কথাই ধরা যাক। ব্যাকলেস ব্লাউজ হোক বা ট্রেন্ডি সামার ড্রেস– আবেদনটা তখনই ভেস্তে যায় যখন তা অসুন্দর দেখায়। তাই আসছে সময়ে সামার রেডি হয়ে ওঠার প্রস্তুতিটা এখনই সেরে নেওয়া যায়। পিঠ হচ্ছে শরীরের টাফ টু রিচ স্পট অর্থাৎ আপনার হাত সহজে পৌঁছাবে না সেখানে। সেই সঙ্গে জানা–অজানা সব ফ্যাব্রিকের সংস্পর্শে এসে পিঠে দেখা দেয় ক্লগড পোরস, ব্যাকনে আর শুষ্কতার মতো সমস্যা। আপনার হাত পৌঁছায় না তাতে কী, এখন নামিদামি সব স্যালনের কল্যাণে বিশেষজ্ঞ সার্ভিস প্রোভাইডারদের যত্ন তো পৌঁছে যাচ্ছে। কারণ, স্যালনের সার্ভিস লিস্টে ঢুকে গেছে ব্যাক ফেশিয়ালের মতো বিশেষায়িত সেবা। যার মূল কাজ পিঠে পড়ে যাওয়া সানবার্ন সারিয়ে তোলা। পিঠের অন্য দাগছোপ দূর করতেও সমান কার্যকর এ ফেশিয়াল। তা ছাড়া এর নিয়মিত ব্যবহারে পিঠের ত্বক হয়ে ওঠে আরও বেশি পরিষ্কার, মসৃণ ও কোমল।
ফেশিয়ালের শুরুতেই ক্লায়েন্টকে বিশেষায়িত ম্যাসাজ দেওয়া হয়। মুখ, মাথাসহ শরীরের উপরিভাগের বিভিন্ন অংশে রিল্যাক্সিং ম্যাসাজ দিয়ে শুরু হয় এটি। গ্লাইডিং নিডিং আর ফ্রিকশন স্ট্রোকে বিভিন্ন মাত্রার চাপ প্রয়োগ করে চলে প্রক্রিয়াটি। মিনিটখানেকের এই ম্যাসাজ পুরো শরীরের ক্লান্তি দূর করে। সঙ্গে ফেশিয়ালের জন্যও প্রস্তুত করে নেয় পিঠত্বককে। তারপর শুরু হয় পরিষ্কারের প্রক্রিয়া। ক্লিনজার দিয়ে ভালো করে ম্যাসাজ করা হয় পিঠত্বক। মিনিট পাঁচেকের এই ম্যাসাজের পর পিঠে দেওয়া হয় কফি ফ্লেবারড স্ক্রাব। এটি রক্তসঞ্চালন বাড়ায়, করে তোলে দাগছোপমুক্ত। কফিতে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট ত্বকের টক্সিন দূর করতে সক্ষম। ক্লিনজিং আর স্ক্রাবিংয়ের পর দেওয়া হয় ম্যাসাজ ক্রিম। এ ক্ষেত্রে দুটি অপশন রয়েছে ক্লায়েন্টদের জন্য। অরেঞ্জ ইনফিউজড অথবা লাইটেনিং ম্যাসাজ ক্রিম ব্যবহার করা হয় তাদের পছন্দ মেনে। ১৫ মিনিটের এই প্রক্রিয়ায় ফ্রি হ্যান্ড ম্যাসাজের পাশাপাশি দেওয়া হয় গ্যালভানিক মেশিনের ম্যাসাজ। এটা পিঠের ত্বকের পেশিগুলোকে রিল্যাক্স করতে সাহায্য করে। বাড়ায় রক্তসঞ্চালন। এ ছাড়া লোমকূপগুলো খুলে দেয় বলে ত্বকের গভীরে থাকা ধুলা–ময়লা, দূষণ আর বাড়তি তেল পরিষ্কার হয় সহজে। ত্বকের শোষণক্ষমতা বাড়াতেও দারুণ কার্যকর এ মেশিন। সেই সঙ্গে ত্বকের ইলাস্টিসিটি লেভেল বাড়ায়। ফলে বলিরেখামুক্ত দেখায় ত্বক। হয় টানটান, মসৃণ ও উজ্জ্বল। তারপর দেওয়া হয় মাস্ক। যারা অরেঞ্জ ইনফিউজড ম্যাসাজ ক্রিম বেছে নেন, তাদের পিঠে দেওয়া হয় মাড এবং ভিটামিন সির সংমিশ্রণে তৈরি মাস্ক। আর যারা লাইটেনিং ম্যাসাজ ক্রিম ব্যবহার করেন, তাদের জন্য দেওয়া হয় লাইটেনিং ভিটামিন সি মাস্ক। এই প্যাক ত্বকে মাখিয়ে রাখা হয় মিনিট বিশেকের জন্য। শুকিয়ে যাওয়ার পর তা তুলে নিয়ে সবশেষে পিঠে মাখানো হয় টোনার। ২ হাজার ২০০ টাকা খরচ হতে পারে এই পরিচর্যায়। তবে ঘণ্টাখানেক সময় হাতে থাকা চাই।
জাহেরা শিরীন
মেকওভার: পারসোনা
ছবি: ক্যানভাস আর্কাইভ