বিউটি সার্ভিস I স্পা টোটাল কেয়ার ফেশিয়াল
নামেই এর পরিচয়। স্পা তো এমনিতেই সতেজতা জোগায় দেহ, মনে আর ত্বকে। সঙ্গে টোটাল কেয়ার যখন যুক্ত হচ্ছে, তখন তা দেবে সামগ্রিক পরিচর্যা। সেভাবেই সাজানো হয়েছে এ সৌন্দর্যসেবা। ত্বকে জরুরি আর্দ্রতার জোগান, দাগছোপ দূরীকরণ আর ক্ষতি সারিয়ে মখমলি কোমলতা সৃষ্টি— এই ত্রিমুখী উদ্দেশ্য পূরণের সিগনেচার ফেশিয়াল এটি। ফলাফলও তাই একের ভেতর অনেক। সাধারণত শুষ্ক থেকে স্বাভাবিক ত্বকের জন্য জুতসই স্পা টোটাল কেয়ার ফেশিয়ালটি। হাইএন্ড এ ফেশিয়ালের শুরুটা মুখ, মাথাসহ শরীরের উপরিভাগের অংশে রিল্যাক্সিং ম্যাসাজ দিয়ে। দারুণ উপভোগ্য। গ্লাইডিং, নিডিং আর ফ্রিকশন স্ট্রোকে বিভিন্ন মাত্রার চাপ প্রয়োগ করা হয়। মিনিট পাঁচেকের এই ম্যাসাজ শরীরের ক্লান্তি দূর করতে সক্ষম। ত্বককে ফেশিয়ালের জন্যও প্রস্তুত করে তোলে। মূল প্রক্রিয়া শুরু হয় ত্বক পরিষ্কারের মাধ্যমে। স্পার জন্য বিশেষভাবে তৈরি ক্লিনজার দিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করা হয় ত্বক। যা উপরিভাগের তো বটেই, গভীর থেকে তেল, ময়লা আর দূষণ দূর করতে সাহায্য করে। এর পরপরই করা হয় স্ক্রাবিং। এতে কফি ফ্লেবারড স্ক্রাব ব্যবহার করা হয়। এটি ত্বকের রক্তসঞ্চালন বাড়ায়, দাগছোপ কমাতে সাহায্য করে। কফিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের টক্সিন দূর করতে সক্ষম। ক্লিনজিং আর স্ক্রাবিং সেরে ব্ল্যাক হেডস রিমুভ করা হয় ত্বক থেকে। দক্ষ সার্ভিস কর্মীদের সাবধানি হাতে, বিশেষ সব টুলের সাহায্যে চলে প্রক্রিয়াটি। ফলে ত্বক হয়ে ওঠে ব্ল্যাক হেডসমুক্ত, পরিপূর্ণ পরিষ্কার। তারপর আবার ম্যাসাজের পালা। বিশেষায়িত ম্যাসাজ ক্রিমে দশ মিনিট ধরে তা করা হয় পরিচর্যার এই ধাপে। ভিন্ন ভিন্ন পদ্ধতিতে। যা ত্বককে ভেতর থেকে উদ্দীপ্ত করে তোলে। ফলে ত্বক হয়ে ওঠে স্বাস্থ্যোজ্জ্বল ও পরিপুষ্ট।
এর পরপরই দেওয়া হয় প্যাক। স্পা টোটাল কেয়ার ফেশিয়ালে দুই ধরনের মাস্ক ব্যবহার করা হয়। প্রথমে ত্বকে দেওয়া হয় লাইটেনিং মাস্ক। এর কাজ মূলত শতভাগ প্রাকৃতিক উপায়ে ত্বক তারুণ্যদীপ্ত ও উজ্জ্বল করে তোলা। একই সঙ্গে ত্বকের গভীরে জরুরি পুষ্টি পৌঁছে দিয়ে কালচে দাগছোপ আর জীর্ণ ভাব দূর করা। এই মাস্কে থাকা স্কিন লাইটেনিং পার্টিকেলগুলো ত্বককে সমভাবে উজ্জ্বল দেখাতেও দারুণ। যা একই সঙ্গে দূর করে ত্বকের রোদে পোড়া তামাটে ভাবও। দেখায় সজীব ও সতেজ। পনেরো মিনিট এ প্যাক মুখত্বকে রেখে শুকিয়ে যাওয়ার পর পরিষ্কার করে নেওয়া হয়। এ কাজ শেষ হলে পরবর্তী মাস্কের পালা। বিশেষ ধরনের ক্রিস্টাল কোলাজেন মাস্ক মাখানো হয় মুখত্বকে। এই মাস্ক ত্বকের গভীরে আর্দ্রতা জোগায়, দীর্ঘ সময় আর্দ্র রাখতে সাহায্য করে। এ ছাড়া ত্বককোষকে পুনর্জীবিত করে তোলে। চটজলদি টান টান এবং পরিপুষ্ট ভাব তৈরিতে এর জুড়ি নেই। ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এটি। সঙ্গে সূর্য আর পারিপার্শ্বিক নানা কারণে ত্বকের বুড়িয়ে যাওয়ার হাত থেকে নিরাপদ রাখে। দূর করে বলিরেখা। ত্রিশ মিনিট এই মাস্ক রাখা হয় মুখত্বকে। তারপর তা তুলে নিয়ে সবশেষে মাখিয়ে নেওয়া হয় টোনার। হাজার পাঁচেক টাকা খরচ হতে পারে হাইএন্ড এই ফেশিয়াল করাতে। বোনাস হিসেবে থাকবে হাত-পা এবং পিঠের বাড়তি পরিচর্যা। ঘণ্টা তিনেক সময় হাতে নিয়ে যেতে হবে ফেশিয়ালটি করাতে। ঈদের আগে রূপের পূর্ণ পরিচর্যায় স্পা টোটাল কেয়ার ফেশিয়াল কার্যকর ও উপভোগ্য অপশন হিসেবে থাকতেই পারে প্রস্তুতির তালিকায়।
জাহেরা শিরীন
ছবি: ক্যানভাস আর্কাইভ