বিখ্যাত মূকাভিনেতা মার্সেল মার্সো। ২২ সেপ্টেম্বর তার দ্বাদশ প্রয়াণ বার্ষিকী। দিবসটি স্মরণে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন তিন দিনব্যাপী ‘মূকাভিনয় প্রশিক্ষণ কর্মশালা’র আয়োজন করেছে। ২২ থেকে ২৪ সেপ্টেম্বর প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালা পরিচালনা করবেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের চেয়ারম্যান জাহিদ রিপন।
মূকাভিনয় কর্মশালার অন্তর্ভুক্ত সম্ভাব্য তাত্ত্বিক-ব্যবহারিক বিষয়াবলির মধ্যে থাকবে মার্সেল মার্সোর জীবন-কর্ম-দর্শন ও তার মূকাভিনয়ের প্রামাণ্য উপস্থাপন, মূকাভিনেতার প্রস্তুতি, মূকাভিনয়-সম্পর্কিত ধারণা ও প্রকারভেদ, শিল্প হিসেবে মূকাভিনয়ের আবশ্যকতা, মূকাভিনয়ে আবশ্যকীয় নানা দিক, মূকাভিনয়ে ভঙ্গিমার প্রকারভেদ ও ব্যবহার, ব্যাকরণসম্মত মূকাভিনয় অনুশীলন, বিষয়ভিত্তিক দলগত মূকাভিনয়, নাট্য প্রযোজনায় মূকাভিনয়ের প্রয়োগ পদ্ধতি, বাংলা মূকাভিনয়রীতি প্রভৃতি।
কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীরা ২১ সেপ্টেম্বরের মধ্যে ০১৭১৬৩০৪০১৩, ০১৭১৮৯০২০১৮ , ০১৭১৫১০২৮৭১ নম্বরে যোগাযোগ করতে পারেন। কর্মশালার রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা।
প্রসঙ্গত, মার্সেল মার্সোর জন্ম ১৯২৩ সালের ২২ মার্চ ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে। তিনি ষাট বছর ধরে মূকাভিনয়ে একনিষ্ঠ ও নিরবচ্ছিন্ন সাধনা শেষে ২০০৭ সালের ২২ সেপ্টেম্বর মারা যান। মূকাভিনয়শিল্পে অনন্যসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াণের পর তার জন্মদিন ২২ মার্চ ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।