আজকের রাশি I ৭ ফেব্রুয়ারি
মেষ
সংক্ষিপ্ত কোনো ঘটনার রেশ দীর্ঘ সময় ধরে থাকবে। শেষতক অদ্ভুত কিছু ঘটবে।
বৃষ
কল্পনার ঘোড়ায় চেপে যেখানে যেতে চাইছিলেন, আজ সেই রাস্তার দেখা পাবেন।
মিথুন
ছটফট একটা ভাব সারা দিন থাকবে। নিজেকে আড়াল করে কী মজা পান?
কর্কট
ভালো করে দেখুন। আজ নতুন কিছু চোখে পড়বে।
সিংহ
হাঙ্গামা হয়তো আছে আজ। কিন্তু আপনার কাছে তা একেবারেই নস্যি।
কন্যা
সুবিধামতো সময়ে আজ গুরুত্বপূর্ণ কথাটি বলে ফেলুন। এত মুখচোরা হলে কি হয়?
তুলা
পরিস্থিতি অনুকূলে আসতে পারে। যুক্তির বাইরে যাবেন না।
বৃশ্চিক
সাধ কি সহজে মেটে? আজ তা মিটতে পারে।
ধনু
একি হট্টগোল শুরু হলো আজ আপনার উঠোনে! জমাটি আসরই বসিয়েছেন আজ।
মকর
ব্যাকুলতার সমাপ্তি ঘটবে। প্রাপ্তির আনন্দে ভরপুর একটি দিন।
কুম্ভ
প্রাপ্তি আছে আজ। ফুরফুরে থাকবেন দিনমান।
মীন
দুর্বোধ্য বা রহস্যময় ব্যাপারগুলো বেশ পরিষ্কার হবে আজ। অপ্রত্যাশিত কোনো ঘটনায়।