দেশি পোশাকে, বেশি বৃষ্টিতে
কাট, প্যাটার্ন আর শিলুয়্যেটের দেশীয় পোশাকে যারা স্বচ্ছন্দ তাদের জন্য বর্ষা সামাল দেওয়ার জন্য বাড়তি মনোযোগ দরকার। তবে একটু কৌশলী হলে সাধের শাড়ি, সালোয়ার-কামিজ বা কুর্তিতেই সম্ভব বর্ষা উদযাপন।
পিওর বা মালমাল কটন, শিফন, নাইলন বা লাইটওয়েট সিল্ক– বর্ষা উদযাপনে এ ফ্যাব্রিকের শাড়িগুলোই যুৎসই। রঙও গাঢ় হলে ভালো। ডিপ নীল, বাদামি, ধূসরের মতো শাড়িতে ভেজা ভাব বা কাদার দাগ কোনোটাই অতটা বোঝা যায় না। অন্যান্য পোশাকের ক্ষেত্রেও প্রাধান্য দেয়া যায় এগুলো।
কামিজ বা কুর্তির সঙ্গে চুড়িদার অথবা লেগিংসের বদলে বেছে নিন সালোয়ার। তাও যেন হয় অ্যাংকেল লেন্থ।
বৃষ্টিতে বড় দোপাট্টা সামলানো যেমন কঠিন, তেমনি কাদাময়লায় লুটোপুটি খেয়ে নোংরা হওয়ার আশঙ্কাও বেশি। তাই এ মৌসুমে দোপাট্টার বদলে স্কার্ফ অথবা স্টোলই বেছে নেওয়া যেতে পারে।
অনেক বেশি ঘের দেওয়া ফ্লেয়ারড কুর্তির বদলে এ-লাইন কুর্তি বর্ষায় পরার জন্য যুৎসই। সামলে রাখাও সহজ।
পালাজো নয়, পরুন ক্যুলেটস
সাদা পোশাক না পরাই ভালো।