পোর্টফোলিও I নবরঞ্জি
নবরাত্রিতে প্রকট দেবীর নয় রূপ। নয়টি রঙে রঞ্জিত। যেন আদ্যাশক্তির অনন্য সব রূপ। আরাধনায় আনুষ্ঠানিকতায় অনুরাগীদের পোশাকেও দেবীপ্রেরণা পষ্ট। উদযাপনের জৌলুশ বাড়ানোর পাশাপাশি আনুকূল্য লাভের আশায়। তাই সনাতন শাস্ত্রের নয় রাত্রির রঙের রেওয়াজ মেনে সাজানো হয়েছে এবারের আয়োজন। দেশীয় নয়টি ফ্যাশন হাউসের সম্মিলিত প্রচেষ্টায়
রাইটআপ: জাহেরা শিরীন
ফ্যাশন ডিরেকশন: শাহরুখ আমিন
আইডিয়েশন ও স্টাইলিং: নুজহাত খান
মেকওভার: পারসোনা
ছবি: জিয়া উদ্দীন
বিশ্বরঙ I হরিদ্রাভ
দক্ষযজ্ঞের পর দেবীর পুনর্জন্ম শৈলপুত্রী রূপে। শক্তির প্রতীক এই দেবীর আরাধনায় নবরাত্রি পূজার শুরু। উজ্জ্বল হলুদ বর্ণে। উজ্জ্বলতার প্রতীক, মনকে উদ্দীপ্ত করে তুলতে সচেষ্ট
মডেল: স্মৃতি ও অন্তরা
অঞ্জন’স I সুপ্রভ সবুজ
দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণী দেবী স্নিগ্ধ সবুজবর্ণা। স্বামীরূপে শিবকে পাওয়ার আশায় কঠিন তপস্যা আর কৃচ্ছ্রসাধন। রুদ্রাক্ষ আর কমণ্ডলু শোভিতা দেবী এ দিনে ভক্তদের জন্য সুখ ও স্বাচ্ছন্দ্যের ডালি সাজিয়ে আনেন
মডেল: অন্তরা ও হাসিন
জুয়েলারি: রঙবতি
সিগনেট I ধ্যেয় ধূসর
দেবী পূজিত হন চন্দ্রঘণ্টা রূপে। ধূসরবর্ণা দেবী মন্দের ধ্বংসকারী। কপালে অর্ধচন্দ্র, হাতে ত্রিশূল। তাই তৃতীয় দিনে ধূসর পরিধানে দূর হবে জীবনের নেতিবাচকতা
মডেল: আয়ান ও স্মৃতি
দেশাল I কল্যাণী কমলা
কুষ্মাণ্ডা বলি এই অষ্টভুজার পূজার রীতি। কমলাবর্ণা দেবীর স্মিত হাসিতেই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি। তাই তার তুষ্টিতে কমলা পরার বার্তা জ্যোতিষবিদদের। মনোবাসনা পূরণে
মডেল: আয়ান ও ইফা
জুয়েলারি: বাটারফ্লাই বাই তিতলি
বিবিআনা I শুভ্র শরণ্যে
দেবীর আরেক রূপ স্কন্দমাতা। পূজিত হন পঞ্চম দিনে। শুভ্রবর্ণা এই দেবী পদ্মাসনা রূপেও পরিচিত। তাই আরাধনায় সাদা পোশাক পরলে সুখী, সমৃদ্ধ জীবন নিশ্চিত
মডেল: স্মৃতি, হাসিন ও আনসা
রঙ বাংলাদেশ I রক্তিম রঙ্গিত
ষষ্ঠ দিনে পূজিত সিংহবাহিনী রক্তিমবর্ণা দেবী শক্তির প্রতীক। এ দিনে মহিষাসুর বধের ফলে কাত্যায়নী রূপ ধারণ করেন। দেবীকে লাল চেলিতে সাজানো হয়। তাই অনুরাগীদের একই রঙের পোশাক সৌভাগ্যের, শক্তির আর উদ্যমের পরিচায়ক
মডেল: আনসা, অদিতি ও হাসিন
জুয়েলারি: রঙবতি
কে ক্র্যাফট I নীলে নিবেদ্য
ঘোর নীলবর্ণা। কালরাত্রি দেবী বিদ্যুৎ শিখার ন্যায় উজ্জ্বল কণ্ঠাহারে ভূষিত। শুম্ভ-নিশুম্ভ বধের কারণেই যেন এই রূপ। তাই সপ্তম রাতে নীল পরিধানে বাধা-বিপত্তি কেটে স্বাস্থ্য, সম্পদ আর শক্তির উন্নতি হয় বলে বিশ্বাস সনাতন ধর্মে
মডেল: ইফা ও আয়ান
সাতকাহন I গৌরী গোলাপি
শুভ্রবর্ণা, তাই মহাগৌরী। হাতে ডমরু, গোলাপি পোশাকে সজ্জিতা দেবী। সব পাপ মোচনকারী। এ রাতে গোলাপি পরিধান আশার সঞ্চায়ক, নতুন শুরুর সূচক
মডেল: অন্তরা ও অদিতি
কিউরিয়াস I আনীল আনুকূল্য
সিদ্ধিদাত্রীরূপে দেবী যেন আদি পরাশক্তির প্রকাশ। শঙ্খহস্তা দেবী সাফল্যের প্রতীক। হালকা নীল আভূষণে তাই বাড়ে সৌভাগ্য আর সমৃদ্ধি। শাস্ত্রে তা-ই বলে
মডেল: আনসা, ইফা ও হাসিন