skip to Main Content

লেবেল অ্যালার্ট I তুরাগ অ্যাকটিভ

দেশে বাড়ছে অ্যাকটিভ ওয়্যারের চাহিদা। ফিটনেস-সচেতন মানুষের রোজকার যাপিত জীবনে প্রয়োজনীয় এই পোশাকগুলো। ঊর্মি গ্রুপ আন্তর্জাতিক মানের অ্যাকটিভ ওয়্যার রপ্তানি করছে বিশ্ববাজারে। অথচ সে সময় বিদেশি অ্যাকটিভ ওয়্যার ব্র্যান্ড বাংলাদেশে শোরুম খুলতে শুরু করে। বিষয়টি ভাবায় ঊর্মি গ্রুপের পরিচালক ফায়াজ রহমানকে। সেই ভাবনা থেকেই দেশের মানুষের জন্য আন্তর্জাতিক মানের অ্যাকটিভ ওয়্যার নিয়ে ঊর্মি গ্রুপের নতুন উদ্যোগ ‘তুরাগ অ্যাকটিভ’।
২০০৬ সাল থেকেই বিশেষ ধরনের ফ্যাব্রিকের ব্যবহারে অ্যাকটিভ ওয়্যার তৈরি শুরু করে ঊর্মি গ্রুপ। দীর্ঘ সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যাচ্ছে পোশাকগুলো। ফিটনেস-সচেতন মানুষদের মাঝে তাদের এই লাইনের রয়েছে ব্যাপক চাহিদা; যা নিয়মিত বেড়েই চলছে। দেশেও বেশ কয়েক বছর ধরে স্বাস্থ্যসচেতনদের মাঝে ডেডিকেটেড পোশাকের চাহিদা তৈরি হয়েছে। ফলে বাংলাদেশের বাজারে বিদেশি অ্যাকটিভ ওয়্যার ব্র্যান্ড আসতে শুরু করেছে বেশ পরিকল্পনা করেই। ঊর্মি গ্রুপের অ্যাকটিভ ওয়্যারগুলো দেশে তৈরি হলেও বিদেশের বাজারে বিক্রি হওয়ায় দেশীয় বাজারে অ্যাকটিভ ওয়্যারের মার্কেট গ্যাপ তৈরি হয়। ফায়াজ বুঝতে পারেন, দেশের মানুষ দেশে তৈরি আন্তর্জাতিক মানের এ পোশাকগুলো ব্যবহারের সুযোগ হারাচ্ছে। নিজ দেশে তৈরি পোশাক কম মূল্যে কিনতে পারার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই সমাধান হিসেবে শুরু করেন তুরাগ অ্যাকটিভ। মূল উদ্দেশ্য, মানুষের ক্রয়সামর্থ্যরে মধ্যে বিশ্বমানের পোশাক দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া।
তুরাগ, বাংলাদেশের একটি নদীর নাম। সেখান থেকেই তুরাগ অ্যাকটিভের নামকরণ বলে জানালেন ফায়াজ। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ খেলা নিয়ে বেশ আগ্রহী। পেশা হিসেবে খেলা বেছে নেওয়া মানুষের সংখ্যা আমাদের দেশে কম নয়। দেশের মাটিতে ক্রীড়াবিদেরা প্রশিক্ষণপ্রাপ্ত হচ্ছেন। অংশ নিচ্ছেন বিশ্বদরবারে আয়োজিত সব খেলায়। পাশাপাশি ফিটনেসেও আগ্রহ বাড়ছে দেশের মানুষের। অনেকেই নিয়মিত ফিটনেস সেন্টারে যাচ্ছেন। তাই তাদের নিয়মিত অ্যাকটিভ ওয়্যারের প্রয়োজন। এসব মিলিয়ে বড় হচ্ছে অ্যাকটিভ ওয়্যারের বাজার। এ ধরনের পোশাক তৈরিতে বিশেষ ধরনের ফ্যাব্রিক প্রয়োজন হওয়ায় দাম একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। তুরাগ অ্যাকটিভের মূল লক্ষ্য সাশ্রয়ী মূল্যে অ্যাকটিভ ওয়্যার তৈরি।’
যেমন এই ব্র্যান্ডের টি-শার্টের দাম শুরু ১,০০০ টাকা থেকে। এর মধ্যেই মিলবে রেগুলার আইটেমগুলো। আর এক্সক্লুসিভ কোয়ালিটির প্রডাক্ট পাওয়া যাবে ২,০০০ টাকা থেকে। রয়েছে আলাদা মেইল ও ফিমেইল লাইন।
মেইল ওয়্যার হিসেবে কালেকশনে রয়েছে টি-শার্ট, মাসল টি-শার্ট, শর্টস, জগার্স। ফিমেল লাইনে আছে টি-শার্ট, ট্যাংক টপস, স্পোর্টস ব্রা আর লেগিংস। ফায়াজ রহমান আশা করছেন, শিশুদের জন্যও শিগগির অ্যাকটিভ ওয়্যার তৈরির কাজ শুরু করবে তুরাগ অ্যাকটিভ।
২০১৭ সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে তুরাগ অ্যাকটিভ ওয়্যার রপ্তানি শুরু করে ঊর্মি গ্রুপ। দেশের বাজারে আসে ২০২২ সালে। বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড ক্যাটস আইয়ের আটটি শোরুমে পাওয়া যাচ্ছে তুরাগ অ্যাকটিভ ওয়্যারের পোশাক। কিছুদিনের মধ্যে সুপারশপ ইউনিমার্টেও মিলবে অ্যাকটিভ ওয়্যারগুলো। সব অনলাইন প্ল্যাটফর্মেও ধীরে ধীরে সরব হয়ে উঠছে।

ছবি: তুরাগের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top