সম্পাদকীয়
শরতের আকাশে মেঘের নয়নাভিরাম খেলা। দেহ-মনে ফুরফুরে অনুভূতি। এমন দিনে ক্যানভাস সেজেছে বর্ণিল সাজে।
বেঁচে থাকার জন্য সকল প্রাণসত্তাকেই গ্রহণ করতে হয় আহার। বুদ্ধিবৃত্তির জোরে মানুষ এ ব্যাপারে একই সঙ্গে বেশ সচেতন ও খুঁতখুঁতে। পুষ্টিমান নিশ্চিতের পাশাপাশি স্বাদের ওপর তাই দেওয়া হয় বিশেষ জোর। স্বাদের সবিস্তার নিয়ে আমাদের এবারের কভারস্টোরি। ফুড সেগমেন্টে আরও রয়েছে মেক্সিকান ব্রাঞ্চ নিয়ে বিশেষ রেসিপি, রাস্পবেরির তথ্য সন্ধান, ওয়াফেলের প্রকারভেদ ইত্যাদি।
ফ্যাশন সেগমেন্টে জমকালো পোর্টফোলিওর পাশাপাশি রয়েছে ভিনটেজ ভাইব, প্যান্টস্যুট প্রভাব, আইওয়্যার ক্যারিশমা ইত্যাদি ঘিরে সময়োপযোগী আয়োজন। বিউটি সেগমেন্টে প্রাধান্য পেয়েছে পামিস স্টোন, কেমিক্যাল পিলিং, নখের যত্নে ভিটামিন, হেয়ার সাইক্লিং ইত্যাদি বিষয়ের অবতারণা।
নদীমাতৃক এ দেশে দুর্ভাগ্যক্রমে অনেক নদ-নদীর অবস্থাই নাজুক। তাতে মানুষের দায় কম নয়। বিশ্ব নদী দিবস সামনে রেখে এবারের এডিটর’স কলামে তুলে ধরেছি নদী বাঁচানোর আহ্বান। লাইফস্টাইল সেগমেন্টে আরও রয়েছে জন্মশতবর্ষ উপলক্ষে কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতানের প্রতি বিশেষ শ্রদ্ধাঞ্জলি, প্রতিশ্রুতিশীল তারকার জীবনচিত্র, অবকাশকেন্দ্রিক বিষাদ থেকে বাঁচার মন্ত্র, সালভাদর দালিকে ঘিরে পরাবাস্তবধর্মী আলোকচিত্র প্রভৃতি।
জীবন আনন্দে কাটুক সবার। নিরাপদে থাকুন।