নরমাল মানে স্বাভাবিক। অহরহ শোনা যায়, ত্বকের ধরন নরমাল। আবার কোনো কোনো প্রসাধনও জানা যায় তৈরি হয়েছে নরমাল স্কিনের জন্যে। কিন্তু নরমাল স্কিন মানে কি সবার জানা?
বোর্ড সারটিফাইড ডার্মাটোলজিস্ট হেথার উলরে লয়েড, যিনি স্পেসিফিক বিউটি ব্র্যান্ডের উদ্যোক্তা, বলেন, যখন কোনো বিউটি লেবেল তাদের প্রোডাক্টগুলিকে নরমাল স্কিনের জন্যে উপযোগী হিসেবে বাজারে নিয়ে আসে, তখন তারা ক্রেতা হিসেবে তাদের চিন্তা করে রাখে, যাদের ত্বকে সাধারণত এইসব বৈশিষ্ট রয়েছে:
ব্লেমিসের সংখ্যা কম
সেনসিটিভিটি নেই
পোরস কম দেখা যায়
হাইড্রেশন লেবেল বেশ ব্যালেন্সড
ত্বক শুস্ক নয়, আবার গ্রেসি ধরনেরও নয়
ব্রেক আউট হয় না বললেই চলে
স্কিন কেয়ার প্রিটি বেয়ার বোনস ধরনের।
এ বিষয়ে মতামত রয়েছে আরও একজন ত্বক বিশেষজ্ঞের। তিনি ডক্টর রিহা সুলেরেস গ্রুস। তিনি বলেন, ‘নরমাল স্কিনে পানি ও তেলের ভারসাম্য রক্ষা হয়। শুস্কতা ও তৈলাক্ত ভাব কোনোটারই অতিরঞ্জন নেই। এ ধরনের ত্বকের যত্ন নেওয়া সহজ। বলা যেতে পারে লো-মেইন্টেন্সেন্স।’
‘ব্রেকআউট ও ড্রাই প্যাঁচ সকল ধরনের ত্বকেই হওয়া সম্ভব। আপনি যদি আশা করে থাকেন নরমাল স্কিনে এ ধরনের কোনো সমস্যা দেখা দিতে পারে না, তাহলে সত্যটা শুনে হতাশ হতে পারেন। কারণ সব ধরনের ত্বকেই এমন সমস্যাগুলো দেখা দিতে পারে,’ যোগ করেন তিনি।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন