আজকের রাশি I ১ অক্টোবর
মেষ
কুয়াশা কেটে সূর্য উঠছে। উত্তাপটা টের পাচ্ছেন তো।
বৃষ
স্বতঃস্ফূর্তভাবেই নানা কাজে জড়াবেন আজ। ভালোও লাগবে।
মিথুন
একধরনের উপলব্ধিতে বুঁদ হয়ে থাকবেন। তবে পরিবর্তনটা ইতিবাচক।
কর্কট
একটু চেষ্টা করুন। প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন কিন্তু।
সিংহ
কারও প্ররোচনায় আজ কোনো সিদ্ধান্ত না নেয়াই ভালো।
কন্যা
আপনার অসাধারণ গুণ রয়েছে। সেগুলো আজ বিকশিত করুন।
তুলা
প্রাথমিক কাজ শেষ। আজ মূল পর্বের কাজ শুরু করতে যাচ্ছেন।
বৃশ্চিক
ক্ষোভ প্রশমিত হবে। তবে তা নাটকীয়ভাবেই।
ধনু
লাভ লোকসানের সংজ্ঞা কী? আজ খানিকটা কিন্তু বুঝতে পারছেন।
মকর
পেশাগত কাজে দায়িত্বশীলতার পরিচয় দিন। নইলে বিতর্কে পড়বেন।
কুম্ভ
কিছু না হতে হতে অনেক কিছু হবে আজ। অদ্ভুত সুন্দর।
মীন
আস্ফালন করবেন না। অধিকারের ব্যাপারে সচেতন থাকুন।