মানবদেহের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়ে হতে পারে নানা সমস্যা। যারা বংশপরাম্পরায় ডায়াবেটিকের ঘানী টানছেন তাদের কাছে ‘গ্লুকোজ বৃদ্ধি’র বিষয়টি অজানা নয়। তবে ডায়াবেটিস ছাড়াও অন্য কারণেও বাড়তে পারে রক্তে গ্লুকোজের পরিমাণ।
রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ছে কি না, তার কিছু লক্ষণ রয়েছে। যেমন, বার বার প্রস্রাব পাওয়া। দেহে সুগারের মাত্রা বেড়ে গেলে কিডনিতে চাপ পড়ে। অতিরিক্ত সুগার দেহ থেকে বের করে দেয়ার জন্য বহুমূত্র রোগ হয়, কিডনি দেহকোষ থেকে ফ্লুয়িড সংগ্রহ করে এবং দেহে পানি শূন্যতা দেখা দেয়। এ সময়ে ঘনঘন তৃষ্ণা পায়, অনেক সময়ে শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে। আরও কিছু লক্ষণ হলো, শরীর দুর্বল হয়ে যাওয়া, ওজন কমে যাওয়া, চোখে ঘোলা দেখা, মাংশপেশী শুকিয়ে যাওয়া এবং ত্বকের রং কালচে হয়ে যাওয়া। এ ছাড়া বহুল পরিচিত লক্ষণ হচ্ছে, শরীরের কোথাও ক্ষত হলে শুকাতে দেরি হওয়া।
এ সকল লক্ষণগুলোকে মোটেও হেয় করে দেখা ঠিক নয়। এমন অবস্থায় আমাদের উচিত হবে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা। সুতরাং আজই লক্ষ্য রাখুন উক্ত লক্ষণগুলোর ওপর।