আজকের রাশি I ৩০ অক্টোবর
মেষ
হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসবে, কাজে লাগান।
বৃষ
পারিবারিক দ্বন্দ্বের সমাধান হতে চলেছে, ইতিবাচক থাকুন।
মিথুন
কোনো একটা ঘটনায় নতুনভাবে আশার সঞ্চার হবে, চাঙা থাকবেন দিনমান।
কর্কট
ক্ষতি পুষিয়ে নেয়ার সুযোগ পাবেন, কাজে লাগান।
সিংহ
ইঙ্গিতপূর্ণ মন্তব্যটা কি বুঝতে পারছেন, এত সময় লাগছে কেন?
কন্যা
আনুকূল্য পাবেন, কাজে লাগান।
তুলা
কারও কান্ডজ্ঞানের অভাব বিরক্তির কারণ হতে পারে, আপনি আপনার কাজটি করুন।
বৃশ্চিক
জটিলতা দূর হবে, বাহ।
ধনু
পেশাগত ব্যাপারে দারুণ কিছু অর্জন হবে, দারুণ কিছু।
মকর
কারও অত্যুক্তিতে ক্ষেপে উঠবেন না, মাথা ঠান্ডা রাখুন।
কুম্ভ
ভ্রমণ-ভাগ্য অসাধারণ আজ, বসে আছেন কেন?
মীন
আলস্যকে দূরে রাখা চাই, নতুবা বিপদ।