ডিসেম্বর-জানুয়ারিতে আমাদের দেশে বিয়ের সিজন চলে। মোটামুটি সবাই অন্তত একটা বিয়ের দাওয়াত এ সময়ে পেয়েই থাকেন! আর এমন নিমন্ত্রণ মানেই প্রিয় মুখের সঙ্গে দেখা। অনেক দিন পরে কুশল বিনিময়। কিন্তু অনেক সময়ে সে প্রিয় মুখ অপ্রিয় প্রশ্ন করেন হয়ে ওঠে অপ্রিয়!
বিয়ের অতিথি হয়ে সব বয়সের মানুষই আসেন। ছোট আদর-আদর বাবু থেকে শুরু করে বয়সের ভারে নুজ্য দাদিমা। তরুণেরাও আসেন। আসেন যৌবনের দূতেরা। এদের মাঝে সমাজ যাদের বিবাহ উপযুক্ত ট্যাগ দিয়েছেন, তারা পরে যান অস্বস্তিতে। একটি প্রশ্নে জর্জরিত হন বারবার। কী সেটা? ‘তোমার বিয়ে কবে?’!
পরিচিতজনের বিয়ের তারিখ জানতে চাওয়া যেতেই পারে। কিন্তু সে প্রশ্ন একটি বিয়ের দাওয়াতে করলে ভালো লাগবে কি না, সেটা ভেবে দেখা দরকার। বিয়ে যেহেতু নিজস্ব বিষয়, তাই এ নিয়ে কথা বলার বিষয়ে সচেতন থাকেন অনেকেই। তাই এই সেনসিটিভ ইস্যু নিয়ে প্রশ্ন করার আগে লক্ষ্য করা যেতে পারে, বিপরীত দিকের ব্যক্তি উত্তর দিতে আগ্রহী হবেন কি না। তিনি নিজে থেকে এই প্রসঙ্গে এলে কথা বলা যেতেই পারে; নয়তো তোলা থাকুক অন্য কোনো দিনের জন্যে!
- সারাহ্/ ক্যানভাস অনলাইন