আজকের রাশি I ২০ ডিসেম্বর
মেষ
এত কলরবেও ঠিক শুনতে পাবেন ডাকটি, এমন দিন কেন বারবার আসে না।
বৃষ
চিত্র-বিচিত্র দিন- মজাই পাবেন দিন শেষে।
মিথুন
পাথর নেমে যাবে, শান্তির দিন।
কর্কট
ঘোরাঘুরি অনেক হয়েছে, আজ স্থির হয়ে সিদ্ধান্ত নেওয়ার দিন।
সিংহ
নিছক কৌতূহলটাই আজ দিন শেষে নতুন পথের সন্ধান দিবে আপনাকে।
কন্যা
শোরগোল বাধবে, সামলাতে হবে আপনাকেই।
তুলা
মশগুল থাকবেন দিনমান, বড্ড রোম্যান্টিক দিন।
বৃশ্চিক
গোঁজামিলটা ধরতে পারবেন আজ, ব্যবস্থা নিতে হবে দ্রুতই।
ধনু
গোলমেলে ভাবটা টের পাচ্ছেন, রেডি তো?
মকর
হেঁয়ালিটা ধরতে পারবেন আজ, অ্যাদ্দিন লাগলো!
কুম্ভ
কাহিল হবেন না, অনেক কাজ আছে আজ।
মীন
কুরুক্ষেত্র বেধে যেতে পারে, খুব সচেতন সিদ্ধান্ত চাই।