আজকের রাশি I ২১ ডিসেম্বর
মেষ
হৃদয়ের আউটলেটে টোকা পড়বে আজ, শাটার বন্ধ কেন?
বৃষ
টগটগে সময় পার করবেন আজ, দারুণ একটি দিন।
মিথুন
ভুলে গিয়েছিলেন, আজ মনে পড়বে। বেশ তোলপাড় চলবে হৃদয়ে।
কর্কট
সব কিছু সয়ে যান আপনি।আজও তাই থাকছেন।
সিংহ
আশ্চর্য সুন্দর দিন! আশ্চর্য সুন্দর দিন!
কন্যা
তুঙ্গে আছেন, আজও থাকবেন।
তুলা
আনাচে-কানাচের অনেক কিছুই চোখে পড়বে, সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে।
বৃশ্চিক
অসময়ে কেউ কিছু বলতে চাইবে, তবু শুনুন।
ধনু
সংবরণ করতে হবে নিজেকে, প্রলুব্ধ হওয়া যাবে না।
মকর
এসব করতে বাধ্য নন আপনি, আজও করবেন না।
কুম্ভ
হন্তদন্ত ভাবটা কাটিয়ে স্থির হোন, জরুরি কাজ বাকি আছে কিন্তু।
মীন
কূটকচালি করতে চাইবে কেউ, সাড়ে এক শ হাত দূরে থাকুন।