বেলওয়ারি। ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজের জামদানি ব্র্যান্ড। ঐতিহ্যবাহী এই কারুশিল্পকে প্রদর্শন ও বহন করছে এবং বাংলাদেশের বস্ত্রশিল্পের সমৃদ্ধতার ঘটাচ্ছে প্রকাশ।
এর উদ্যোগে বেলোয়ারি জামদানি উৎসব আয়োজিত হচ্ছে রাজধানী ঢাকার বাড়ি নং-৩৫, রোড নং-৭, ব্লক- জি, বনানী আউটলেটে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উৎসবের মূল আকর্ষণ হিসেবে আগতদের জন্য থাকছে ঐতিহ্যবাহী জামদানি প্রদর্শন, অভিজ্ঞ জামদানি কারিগরদের অন্তর্দৃষ্টি, বুনন প্রক্রিয়া এবং ব্যবহৃত সরঞ্জাম, জামদানি তৈরিতে ব্যবহৃত সুতা।
ব্লুচিজের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান বলেন, ‘আমরা এই জামদানি উৎসব আয়োজন করতে পেরে গর্ব বোধ করছি। এই উৎসবে আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী এই শিল্পকে প্রদর্শন করছি, তাঁতীদের এই অক্লান্ত প্রয়াসকে সম্মান জানাচ্ছি।’
ব্লুচিজ ঈদ সংগ্রহ ২০২৪-এর দেখা মিলছে উৎসবটিতে। এবারের ঈদ সংগ্রহে ব্র্যান্ডটি নিয়ে এসেছে আধুনিক ডিজাইন আর মননশীলতার সংযোগে, ফ্যাশন সচেতনদের জন্য পোশাক।
ব্লুচিজ ইদ সংগ্রহ ২০২৪ পাওয়া যাবে ব্লুচিজের বনানী আউটলেট এবং ওয়েবসাইটে [blucheez.com.bd]।
প্রদর্শনী সম্পর্কে জানতে ভিজিট করুন: https://facebook.com/events/s/belwari-jamdani-fest-2024/1431262347596760/
- ক্যানভাস অনলাইন
ছবি: ব্লুচিজ-এর সৌজন্যে