সম্পাদকীয়
মার্চ। মহান স্বাধীনতার মাস। ১৯৭১ সালে এ মাসের ২৫ তারিখ দিবাগত রাতে এই ভূখণ্ডের মুক্তিকামী নিরস্ত্র মানুষের ওপর গণহত্যা চালিয়েছিল তৎকালীন শাসকগোষ্ঠী অর্থাৎ পশ্চিম পাকিস্তানি জান্তা বাহিনী। স্বাধীনতার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে কড়া জবাব দিয়েছিল এ দেশের আপামর জনগণ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। সেই থেকে ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। শুরুতেই সকল বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
বৈশি^ক পরিসরে এ মাসের রয়েছে আলাদা তাৎপর্য। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। জীবন, সমাজ, রাষ্ট্র তথা সর্বস্তরে নারী-পুরুষের সমানাধিকার সুনিশ্চিত করা না গেলে মানবসভ্যতা তার প্রকৃত অগ্রগতি অর্জন করতে সক্ষম হবে না, এ কথা বলা বাহুল্য। এই অধিকার অর্জনের সত্যিকারের লড়াইয়ে যারা রত, সবার প্রতি রইল সমর্থন। অন্যদিকে, মুসলিম বিশ্বে চলতি সময়কালের রয়েছে বিশেষ গুরুত্ব। আরবীয় বর্ষপঞ্জিতে হাজির পবিত্র রমজান। ইসলাম ধর্মমতে, সবচেয়ে পবিত্র মাস। সকল ধর্মপ্রাণ মুসলমান যথাযোগ্য ভাবগাম্ভীর্যের সঙ্গে রোজা পালন করার যেন সুযোগ পান, সৃষ্টিকর্তার কাছে রইল সেই প্রার্থনা।
ঘটনাবহুল এ সময়ে ক্যানভাস সেজেছে বিভিন্ন বিষয়ের বৈচিত্র্য ধারণ করে। ফ্যাশন, বিউটি, ফুড ও লাইফস্টাইল—প্রতিটি সেগমেন্টে নিয়মিত বিভাগগুলোর পাশাপাশি সময়োপযোগী বিশেষ আয়োজনের সমাহার। আশা করছি, বরাবরের মতো পাঠকদের তা আকৃষ্ট করবে এবং তাদের যাপিত জীবনে কাজে লাগবে।
প্রিয় পাঠক, ভালো ঘটনার পাশাপাশি না চাইলেও মন খারাপ করার মতো অনেক কিছু ঘটে যায় জীবনে। তা কাউকে সরাসরি আক্রান্ত করে; অন্যদের করে মারাত্মক আচ্ছন্ন। এসব ঘটনাকে দুর্ঘটনা বলে থাকি আমরা। গেল মাসে, লিপইয়ার হিসেবে পাওয়া বাড়তি দিনটির রাতের বেলায় রাজধানীর বেইলি রোডে ঘটে গেল ভয়ানক অগ্নিকাণ্ড। তাতে প্রাণ গেছে অর্ধশতাধিক মানুষের। আহত আরও অনেকে। মর্মস্পর্শী এই ঘটনায় নিহতদের পরিবারগুলোর প্রতি রইল গভীর সমবেদনা, আহতদের জন্য সুস্থ হয়ে ওঠার শুভকামনা এবং একই সঙ্গে আপাতদৃষ্টে মানবসৃষ্ট এই দুর্ঘটনার পেছনে যাদের অবহেলা ও দায়িত্বহীনতা দায়ী, সবাইকে আইনের আওতায় আনার দাবি রইল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।