এখনই বদলে ফেলা দরকার টুইটারের পাসওয়ার্ড, নয়তো ব্যবহারকারীর তথ্য ফাঁস হতে পারে। এমনটাই জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। একটি ত্রুটিপূর্ণ প্রোগ্রাম অবিরত সিস্টেমে ঢুকে টুইটারের পাসওয়ার্ড জনসম্মুখে প্রকাশ করে দিচ্ছে।
বৃহস্পতিবার একটি পোস্টের মধ্যমে সংস্থাটি জানায়, কেউ যদি অন্য কোনো জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন, তাহলে তা দ্রুত বদলে ফেলুন। সমস্ত পাসওয়ার্ড রিমুভ করে দেওয়া হয়েছে এখন ইউজাররা নিশ্চিন্ত।
যে পদ্ধতিতে টুইটারের পাসওয়ার্ডকে সুরক্ষিত রাখা হয়, তাকে বলা হয় হ্যাসিং। এটি আসল পাসওয়ার্ডকে সংখ্যা ও নম্বরের মাধ্যমে বদলে দেয়।
সংস্থাটি সবার অ্যাকাউন্ট নিয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছে। টুইটার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এসব উপায় অবলম্বন করা যায়।
• টুইটারের পাসওয়ার্ড পরিবর্তন করা।
• নতুন পাসওয়ার্ডের বেলায় একটি কঠিন পাসওয়ার্ড দেওয়া।
• খেয়াল রাখতে হবে উক্ত পাসওয়ার্ড দ্বিতীয়বার কোথাও যেন ব্যবহৃত না হয়।
কতসংখ্যক পাসওয়ার্ড জনসম্মুখে প্রকাশ পেয়েছে, তা এখনো জানা যায়নি। তবে কর্তৃপক্ষ প্রতিরোধ গড়ে তুলছে যেন ভবিষ্যতে আর এমন ঘটনা না ঘটে।