প্রযুক্তির উন্নয়ন আমাদের জীবনকে ত্বরান্বিত করেছে। অনেক অবাস্তবতা আজ বাস্তবতার গণ্ডি পেরিয়েছে প্রযুক্তির হাত ধরে। একসময় প্রযুক্তির ব্যবহার আমাদের জন্য ছিলি আকাশকুসুম ব্যাপার। এখন হাতে হাতে স্মার্টফোন, ট্যাবসহ আরও নানা ধরনের স্মার্ট ডিভাইস। এমনকি শিশুদের জন্যও যেন এই স্মার্ট ডিভাইস হয়ে উঠেছে হাতের খেলনা।
এই স্মার্ট ডিভাইসগুলো শিশুদের জন্য কতটা উপকারী:
স্মার্ট ডিভাইসগুলো শিশুদের ওপর ইতিবাচক ভূমিকা রাখবে কি না, তা নিয়ে আছে মতভেদ। তবে সম্প্রতি আর্কাইভস অব ডিজিজেস ইন চাইল্ডহুড সাময়িকী এ বিষয়ে ৮২ জন শিশুর ওপর একটি জরিপ চালিয়েছে। জরিপে জানা গেছে, শিশুদের বয়স যখন দুই বছর হয়, তখন থেকেই তারা স্মার্ট ডিভাইস চালাবার জ্ঞান অর্জন করতে পারে। এ ছাড়া আরও দেখা গেছে, সেসব শিশুর সবাই তাদের বাবা-মায়ের স্মার্ট ডিভাইসগুলো ব্যবহার করতে পারে। ডিভাইসের অ্যাপগুলো তারা চালাতে পারে খুব স্বাচ্ছন্দ্যে।
স্মার্ট ডিভাইস চালানো ওই শিশুদের ওপর কিছু বিশেষ পরিবর্তন লক্ষ করা গেছে। দেখা যায় দুই বছরের শিশুদের দিয়ে এক বছর নিয়মিত টাচ স্ক্রিন ব্যবহার অন্য শিশুদের তুলনায় চারটি বিশেষ দক্ষতা অর্জন করে। যা তাদের সামাজিকীকরণ ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।