পূজার ঢাকে মন খুশি। বাতাসে মিষ্টি ধূপের গন্ধ। মন্ডপ ঘুরে বেড়ানো, বন্ধুদের সঙ্গে আড্ডা অথবা আত্মীয়ের বাড়িতে দাওয়াত । এসবেই চলবে এই কয়েকটি দিন।
আর এ সময় নিজেকে কোনোভাবেই যেন ছাপোষা দিনের মতো না দেখায়, সে চেষ্টা চলবেই। সতেজ ত্বকে সাজ সুন্দর– সে তো জানা কথা। একটা ফেশিয়াল নিয়ে নিতেই পারেন। ত্বকের সঙ্গে উপযোগী ফেশিয়ালে যত্ন হবে যথাযথ। তাই সবার আগে ত্বকের ধরন জানা চাই।
• স্বাভাবিক ত্বকে ব্রাইটেনিং ফেশিয়াল। ত্বক এতে এক্সফোলিয়েটেড হবে। মসৃণ হবে। উজ্জ্বল দেখাবে।
• শুষ্ক ত্বকে হাইড্রেটিং ফেশিয়াল অথবা নারিশিং ফেশিয়াল করে নিতে পারেন। এতে ত্বকে কোমলতা ফিরবে।
• তৈলাক্ত ত্বকের জন্যে ডিপ ক্লিঞ্জিং ফেসিয়াল করতে পারেন। এতে ত্বক পরিষ্কার এবং সেবাম উৎপাদন নিয়ন্ত্রিত হবে।
• সংবেদনশীল ত্বকের জন্যে সুদিং ফেশিয়াল করতে পারেন।
এর বাইরে পরামর্শ চাইলে প্রথমেই কথা বলে নিতে হবে একজন ত্বক বিশেষজ্ঞের সঙ্গে। ত্বকের ধরন অনুযায়ী যত্নের পরিকল্পনা তাহলে হবে যুতসই।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ