ফসলের আগাছা পরিষ্কারের কাজ সহজ করার জন্য সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন রোবট। যা নিজেই শনাক্ত করবে আগাছা । পাশাপাশি কীটনাশকের সাহায্যে সেই আগাছা পরিষ্কার করে দেবে। সুইজারল্যান্ডের একটি সুগার বিটের ক্ষেতে এই রোবট কাজ করছে।
সৌরশক্তিচালিত এ রোবট টেবিলের মতো। চার চাকাওয়ালা এ রোবটে আছে ক্যামেরা। ক্যামেরার সাহায্যে রোবটটি আগাছা খুঁজে বের করে। তারপর যন্ত্রটির ভেতর থাকা একধরনের নীল রঙের তরল পদার্থ আগাছাকে ধ্বংস করে ফেলে। রোবটটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে। তবে একে আগাছা প্রতিরোধে একটি নতুন পদ্ধতি হিসেবে দেখা হচ্ছে।এর ফলে ফসলে আগাছানাশক রাসায়নিক প্রয়োগের পরিমাণও কমবে।
সুইজারল্যান্ডের আগাছানাশক রোবট প্রকল্পের ডেভেলপার ইকো-রোবটিকস বলছে, এই যন্ত্র কৃষকদের আগাছানাশক প্রয়োগের হার ২০ গুণ কমিয়ে দেবে।
জার্মানি, ডেনমার্কসহ বহু দেশের বিভিন্ন কোম্পানি এ ধরনের যন্ত্র আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোম্পানিগুলোর মতে, ভবিষ্যতে ব্যবসার ক্ষেত্রে আগাছা বাছাইয়ে এ ধরনের স্প্রে পদ্ধতিই হবে মুনাফা অর্জনের চাবিকাঠি।
এ যন্ত্র এমন সময়েই বাজারে আসছে, যখন আগাছা ও কীটপতঙ্গ দমনে কীটনাশক ব্যবহারের বিষয়টি পরিবেশবাদীদের সমালোচনার মুখে পড়েছে। তাদের সমালোচনার মুখে এসব কীটনাশক ব্যবহার অনেকটা কমে এসেছে। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, এই যন্ত্র উন্নত দেশগুলোর কৃষিক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনবে। এমনকি আগাছা ও কীটনাশক যুক্ত শস্যের ব্যবসাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে রোবট টাইপের এ যন্ত্র। ২০১৯ সালের শুরুর দিকে এটি বাজারে আসবে।