বহুতল ভবনে লিফটের ভেতর প্রায়শই আয়না দেখা যায়। উপরে উঠতে উঠতে আমরা নিজেকে একটু গুছিয়ে নেওয়া, হেয়ারস্টাইল ঠিক করে নেওয়া, পরিপাটি করে নেওয়ার কাজ করে থাকি লিফটে। আসলে শুধু এসব কাজের জন্যই আয়না দেওয়া হয় না। এর পেছনে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কারণ।
সুরক্ষা: লিফটে আয়না দেওয়ার মূল কারণ হলো সুরক্ষা। লিফটের আয়নায় সাধারণত গাড়ির লুকিং গ্লাসের মতো কাজ করে। লিফটে আপনার পেছনে দাঁড়ানো লোকটি কী করছে তা আয়নার মাধ্যমে সহজেই দেখা যায়। শুধু পেছনে থাকা কেউ না, সামনে যিনি দাঁড়িয়ে থাকেন, তার মুখের অভিব্যক্তিও আমরা দেখতে পারি। লিফটে আয়না থাকার কারণে লুকিয়ে লুকিয়ে কোনো কাজ করা যায় না। তাই লিফটে সুরক্ষার জন্য আয়না ব্যবহার করা হয় যেন কেউ লিফটে দাঁড়ানো অবস্থায় ৩৬০ ডিগ্রি নজর রাখতে পারে।
আবদ্ধ স্থানে ভয়: অনেকেরই ছোট ও আবদ্ধ জায়গায় ভয় আছে। যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ক্লসট্রোফোবিয়া। তাই তারা লিফটে উঠতে চান না। লিফটের ভেতরে আয়না লাগানো থাকলে থাকলে মনে হয় যে লিফটা অনেক বড়, অনেক খোলামেলা লাগে। ক্লসট্রোফোবিয়া রোগীদের লিফটে ভয় কাটাতে আয়না সহায়ক ভূমিকা পালন করে।
একঘেয়েমি দূরীকরণ: যাদের বহুতল ভবনে অফিস তাদের প্রায় দিনে কয়েকবার লিফটে ওঠার প্রয়োজন পড়ে। তা ছাড়া কাজের চাপ যখন বেশি থাকে তখন লিফটের ভেতরে থাকা কয়েক মিনিট যেন মনে হয় কয়েক হাজার ঘণ্টা। তখন চুপচাপ দাঁড়িয়ে থাকা ছাড়া আর করার কিছুই থাকে না। এমন একঘেয়েমি কাটাতে ব্যবহার করা হয় আয়না। আয়না দেখতে দেখতে কখন গন্তব্যে পৌঁছে যায় বোঝা যায় না।