বহু মূল্যবান হীরার গয়না। অনেক শখেরও বটে। আসছে ঈদ। নিজের সাজসজ্জাকে আরেক প্রস্থ দৃষ্টিনন্দিত করে তুলতে তাই হীরার গয়নার বিকল্প কী! তবে যতই চকচক করুক, হীরার গয়নারও চাই যন্ত্র। আসুন, জেনে নিই কীভাবে করতে হয় হীরার গয়নার যত্নআত্তি।
ঘরের ময়লা পরিষ্কার কিংবা রসুইঘরে কাজ করার সময় হীরার গয়না পরা থেকে বিরত থাকুন। কেননা এতে করে ধুলাবালুর কণা হীরার অলঙ্কারে আটকে যেতে পারে। এ ছাড়া তেল ও ময়লার কারণে গয়না থেকে পাথর খুলে যাওয়ার আশঙ্কা থাকে। কোনো পাথর ঢিলে হয়ে গেলে ঠিক করে নিন।
ত্বকে ক্রিম ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করুন। ক্রিমের প্রভাবে হীরা বিবর্ণ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া নষ্ট হতে পারে হীরার উজ্জ্বলতা। হীরার গয়না নরম টিস্যুতে পেঁচিয়ে সংরক্ষণ করুন। টিস্যু পেপার আর্দ্রতা শুষে নেয়। ফলে বিবর্ণতার সমস্যা দেখা দেয় না।
বাড়িতেই গয়না পরিষ্কার করার সময় খুব বেশি ঘষামাজা না করাই ভালো। হীরার গয়না পরিষ্কার করার সবচেয়ে ভালো পদ্ধতি হলো সারা রাত সাবান-পানিতে ডুবিয়ে রাখা। পরদিন সকালে পাতলা কাপড় দিয়ে ধুয়ে, ব্রাশ দিয়ে মুছে নিন।