ভ্রমণপিপাসুদের জন্য সুখবর নিয়ে এসেছে আমেরিকান মহাকাশ প্রযুক্তিভিত্তিক সংস্থা অরিয়ন স্প্যান। সংস্থাটি ‘অরোরা স্টেশন’ নামের একটি হোটেল তৈরি করেছে, যা ভাসমান থাকবে। এটি ভাসবে পৃথিবী থেকে ২০০ মাইল উপরে। ভেসেই মহাকাশ উপভোগ করতে পারবেন হোটেলের যাত্রীরা। ক্যালিফোর্নিয়ায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, ইতিমধ্যে হোটেলটির বুকিং শুরু হয়েছে। ১২ দিনের সফর। প্রতিবারে ৪ জনের বেশি নয়। তবে, এতে উড়ান কর্মী থাকবেন ২ জন।
সংস্থাটির প্রতিষ্ঠাতা ফ্র্যাঙ্ক বাংগার বলেন, বিশ্ববাসীকে যথাসম্ভব কম খরচে মহাকাশে ভ্রমণ করানোটাই আমাদের লক্ষ্য। যাওয়ার অন্তত ৩ মাস আগে যাত্রীকে মহাকাশ অভিযানের কোর্স নিতে হবে। যেখানে ২৪ মাস সময় লাগে এই প্রশিক্ষণের জন্য। অরিয়নই এই প্রশিক্ষণের ব্যবস্থা করবে। সংস্থাটি আরও জানায়, হোটেলটিতে বিনা মূল্যে সর্বক্ষণ উচ্চগতির ইন্টারনেট থাকবে। চাইলেই প্রিয়জনের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারবেন। এ ছাড়া পৃথিবীতে ফেরার পর জুটবে বিশেষ সম্মান।
১২ দিনের সফরে প্রতিজনের খরচ হবে ৯ দশমিক ৫ মিলিয়ন ডলার। বুকিংয়ের জন্য লাগছে ৮৮ হাজার ডলার। বিলাসবহুল এই হোটেল পাওয়া যাবে ২০২২ সালে।
উল্লেখ্য, আগে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাহায্যে ব্যক্তিগত খরচে অনেকেই মহাকাশ ভ্রমণ করেছেন। ২০০১ থেকে ২০০৯ সালের মধ্যে অন্তত সাতজন ঘুরে বেড়িয়েছেন। তবে এ ক্ষেত্রে খরচ লেগেছে ২ কোটি থেকে ৪ কোটি ডলার। সে তুলনায় ১২ দিনের এই প্যাকেজ ট্যুরের খরচ অনেক কমই বটে।