বাইট
উড়ন্ত বিমানের যাত্রী আসনে খাবার তৈরি
উড়ন্ত বিমানে নিজের আসনে বসেই খাবার প্রস্তুত করে বেশ শোরগোল ফেলে দিয়েছেন এক যাত্রী। তিনি ইতালীয় ফুড ব্লগার ফেদেরিকা রসি। আয়ারল্যান্ডভিত্তিক এয়ারলাইনস রায়ানএয়ারের এক ফ্লাইটে তার এমন কাণ্ডের ৩৫ সেকেন্ডের একটি ইনস্টাগ্রাম ক্লিপ এরই মধ্যে ১ দশমিক ৯ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। ১৫ মিনিট ধরে তিনি বানিয়েছেন একটি সুস্বাদু চিজকেক। তাতে অবশ্য অন্য যাত্রীরা বেশ বিরক্তই হয়েছেন। নেটিজেনদের প্রতিক্রিয়াও মিশ্র। ইনস্টায় এক ইউজার মন্তব্য করেছেন, ‘তার মানে, আমরা এখন থেকে এয়ারক্রাফটকে রান্নাঘর হিসেবে ব্যবহার করতে পারব; আর তা আগে থেকে যাত্রীদের জানানোর প্রয়োজন নেই?’ নেতিবাচক প্রতিক্রিয়ার জবাবে রসি অবশ্য মন্তব্য করেছেন, ‘কাজটি করার আগে এবং বিশেষত পরে আমি সবকিছু ভালোভাবে পরিষ্কার করেছি। কেকটি বানানোর সময় আমাকে স্রেফ ১৫ মিনিট নিশ্চুপ থাকতে হয়েছে। তবে কোনো উপকরণের এতটুকু ছিটেফোঁটা কোথাও পড়েনি। আর কেকটি আমি ও পাশে থাকা দুই বন্ধু খেয়ে নিয়েছি।’
সুগন্ধিতে ডোনাট
মিষ্টি ডোনাটের উষ্ণ ও নস্টালজিক ঘ্রাণ যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সুখবর! আমেরিকান মাল্টিন্যাশনাল কফি ও ডোনাট কোম্পানি এবং কুইক সার্ভিস রেস্তোরাঁ ডানকিন সম্প্রতি জোট বেঁধেছে পারসোনাল কেয়ার ব্র্যান্ড নেটিভের সঙ্গে। ডোনাট-প্রাণিত সুগন্ধির একটি লিমিটেড এডিশন কালেকশন সৃষ্টির লক্ষ্যে। ডোনাটের বিবিধ মিষ্টি ও মনোমুগ্ধকর ঘ্রাণের ডিওডোরেন্ট, বডি ওয়াশ, শ্যাম্পু, কন্ডিশনার, টু-ইন-ওয়ান এবং হ্যান্ড অ্যান্ড বডি লোশন অন্তর্ভুক্ত এই কালেকশনে। স্ট্রবেরি ফ্রস্টেড, ভ্যানিলা স্প্রিংকল, ব্লুবেরি কবলার এবং বোস্টন ক্রেম শিরোনামের ঘ্রাণের চার ক্যাটাগরিতে। শিগগির মিলবে বাজারে।
এক গলদা চিংড়িতে ৪৬ হাজার টাকার বোঝা
রেস্তোরাঁয় খেতে বসে একটি লাইভ লবস্টার অর্ডার করে বিরাট মুসিবতে পড়েছেন এক অস্ট্রেলিয়ান নারী। সে দেশের গণমাধ্যম নিউজ ডটকম সূত্রে জানা যায়, ১০ জানুয়ারি রাতে ৮ জনের এক দল নিয়ে ভোজনের জন্য পার্থের বাসিন্দা রেয়ানা হো গিয়েছিলেন নিজ শহরের ক্যান্টন লেন চায়নিজ রেস্টুরেন্টে। পার্টি শেষে বিল পেয়ে তার চোখ ছানাবাড়া। ৫৮৪ দশমিক ১৮ মার্কিন ডলারের (প্রায় ৭০ হাজার ৬৫০ টাকা) ওই বিলে সাড়ে চার পাউন্ডের (প্রায় ২ কেজি) একটি লাইভ লবস্টার বা গলদা চিংড়ির মূল্য ধরা হয়েছে ৩৮০ ডলার (প্রায় ৪৬ হাজার টাকা)! বিল মেটালেও ক্ষোভ ঝেড়েছেন রেয়ানা। ফেসবুক পোস্টে তিনি অভিযোগ তুলেছেন, ‘গলদা চিংড়ি সস্তা হবে না, তা জানতাম। তবে এর দাম পাউন্ডপ্রতি ৩৭ থেকে ৪৩ ডলার।’ রেস্তোরাঁ কর্তৃপক্ষ অবশ্য বলেছে, আকারে বড় হওয়ায় ওই চিংড়ির দাম পড়েছিল পাউন্ডপ্রতি ৭৪ দশমিক ২৫ ডলার। দামের ব্যাপারটি অর্ডার নেওয়ার সময় ওই ক্লায়েন্টের কাছে খোলাসা না করার দায় স্বীকার করেছে তারা।
ফুড ডেস্ক
ছবি: ইন্টারনেট