আজকের রাশি I ১৭ আগস্ট
মেষ
হারিয়ে যাওয়া কিছু ফিরে পেতে যাচ্ছেন আজ।
বৃষ
অযথা কেউ বাগড়া দিতে চাইবে, সাবধান।
মিথুন
গতি কমাবেন না, ঝামেলা আসতে পারে।
কর্কট
অস্থিরতা কমবে, শান্তি পাবেন।
সিংহ
তুমুল আনন্দে থাকবেন আজ।
কন্যা
উড়তে থাকবেন আজ, দারুণ দিন।
তুলা
ভুলটুকু শুধরে নিন, এমন সুযোগ আসে না বারবার।
বৃশ্চিক
আজ চুপটি মেরে বসে থাকুন তো। তাতেই আজ আপনার মুক্তি।
ধনু
অনির্ধারিত কোনো ঘটনা ঘটতে যাচ্ছে আজ, ইতিবাচক ফল আসবে।
মকর
পুরোনো কিছুতে মজবেন, ভালো কাটবে সময়টুকু।
কুম্ভ
অযথা কেউ বাগড়া দিতে চাইবে, সাবধান।
মীন
আজ নতুন কিছু শুরু করতে যাচ্ছেন।
