বৃষ্টিভেজা চুল। গল্পে কিংবা কবিতায় এ বাক্য যতই রোম্যান্টিক হোক না কেন, বাস্তবে তার উল্টো। কেননা, এই বৃষ্টির পানিই আপনার চুলের বারোটা বাজিয়ে ছাড়তে পারে। বৃষ্টির পানিতে কিছু রাসায়নিক থাকে, যা চুলের জন্য ক্ষতিকর। তা ছাড়া বৃষ্টির পানির আর্দ্রতাও বিপাকে ফেলতে পারে চুলকে।
এ ঋতুতে অনেকেই ইচ্ছা করে বৃষ্টিতে ভেজেন, অনেকে ভেজেন নিরুপায় হয়ে। যেভাবেই ভিজুক, চুল কিন্তু ভিজেই যায়। আর এ ঋতুতে হঠাৎ বৃষ্টির প্রকোপ বেশি বিধায় যেকোনো সময়ই চুল পড়তে পারে বৃষ্টির খপ্পরে। তাই চুল বৃষ্টিতে ভিজে গেলে তাৎক্ষণিক কী করণীয়, জেনে নিন।
বৃষ্টির পানিতে চুল ভিজে গেলে যত তাড়াতাড়ি সম্ভব শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলা উচিত। চুল দীর্ঘক্ষণ ভেজা অবস্থায় না রাখাই ভালো। কারণ, বৃষ্টির পানির রাসায়নিক চুলে আটকে চুলের ক্ষতি করতে পারে।
বর্ষা ঋতুতে চুলে তেল মালিশ খুব ভালো কাজ করে। সপ্তাহে অন্তত দুবার ভালোমতো তেল মালিশ করে চুল ভালো রাখা যায়। এই অভ্যাস গড়ে তুলতে পারলে চুলকে মসৃণ হওয়ার পাশাপাশি চুলের গোড়াও শক্ত হবে।
তবে সবচেয়ে ভালো হয় এ ঋতুতে সব সময় ব্যাগে ছাতা রাখা কিংবা বৃষ্টি শুরু হলে নিরাপদ আশ্রয় নেওয়া, যাতে বৃষ্টির পানিতে চুল না ভেজে।