আজকাল তো অনেকে ঘড়িও পরেন না, সময় দেখে নেন মোবাইল ফোন থেকে। কিন্তু শখের ও দামের স্মার্টফোন যদি হাত থেকে পড়ে যায়, এ দুঃখ কোথায় রাখি! আর কখনোই যে হাত থেকে পড়বে না, তেমন নিশ্চয়তাও তো নেই। যদি এমন হতো যে হাত থেকে স্মার্টফোন পড়লে কোনো ক্ষতি হবে না, তাহলে খুব মজা হতো বৈকি।
তেমনই এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন জার্মানের এক যুবক। তার নাম ফিলিপ।
ফিলিপের হাত থেকে তার ব্যবহৃত স্মার্টফোনটি পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। এতে তার মন খারাপ হয়ে যায়। তার পর সে ভাবতে শুরু করে, হাত থেকে পড়ে গেলেও স্মার্টফোনের কোনো ক্ষতি হবে না, এমন কোনো পদ্ধতি যদি বের করা যেত! যেমন কথা তেমন কাজ। তিনি এমন একটি কেস তৈরি করেছেন যে স্মার্টফোন হাত থেকে পড়ে গেলেও কিছু হবে না। এ উদ্দেশ্যে তাকে অধ্যবসায় করতে হয়েছে দীর্ঘ চার বছর। তার উদ্ভাবিত কেসে এমন একটি সেন্সর আছে যেটি স্মার্টফোনকে সুরক্ষিত রাখতে সক্ষম। ফোন হাত থেকে পড়ে শূন্যে থাকলে তা বুঝতে পারে এই সেন্সর। আর বোঝা মাত্র ‘মোবাইল এয়ারব্যাগ’ কেসে থাকা চারটি স্প্রিংকে খুলতে নির্দেশ পাঠাবে সেন্সরটি৷ স্প্রিংগুলোই ফোন মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে লাফ দিতে সাহায্য করবে৷ ফলে, ফোন বেঁচে যাবে ক্ষতির হাত থেকে। পরবর্তী সময়ে স্প্রিংগুলোকে আবার কেসের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে৷ মানে এই পদ্ধতি শুধু একবার নয়, বারবারই ব্যবহার করতে করা যাবে৷
এখন পর্যন্ত ‘মোবাইল এয়ারব্যাগ’ তথা এডি কেসটি বাজারে আসেনি৷ জানা গেছে, এই কেসের আবিষ্কর্তা এই অত্যাধুনিক মোবাইল রক্ষাকারী কেসটিকে বাজারে আনার পরিকল্পনা করছেন৷