দিনে দিনে এগিয়ে চলছে প্রযুক্তি। এখন কেবল প্রয়োজন তথ্য নিরাপত্তার। আর তাই ভবিষ্যতের স্মার্টফোনগুলো তেমনভাবেই তৈরি করা হচ্ছে, যাতে নিরাপত্তা নিশ্চিত হয়।
চলতি বছর নভেম্বর মাস নাগাদ বাজারে আসবে ব্লকচেইন প্রযুক্তিভিত্তিক স্মার্টফোন। ব্লক চেইন প্রযুক্তি কী? এটি হচ্ছে আধুনিক সময়ের একটি অভিনব প্রযুক্তি, যা তথ্য সংরক্ষণ করার জন্য বিশেষভাবে নিরাপদ ও উন্মুক্ত। এ প্রযুক্তিতে বিভিন্ন তথ্য ব্লক আকারে একটির পর একটি চেইন আকারে সংরক্ষিত থাকে।
ফোনটি তৈরি করবে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন। স্মার্টফোনের নাম ‘ফিনি’। এটি একটি ডুয়াল স্ক্রিন নকশার স্মার্টফোন। বাজারে নিয়ে আসছে।
ব্লকচেইন প্রযুক্তির উদ্ভাবক ‘সাতোশি নাকামতো’ ছদ্মনামের এক বা একাধিক ব্যক্তি বা গোষ্ঠী। জানা গেছে, ‘ফিনি’ হবে বিশ্বের প্রথম ব্লকচেইনভিত্তিক স্মার্টফোন। এর দাম হবে ৯৯৯ মার্কিন ডলার।
অ্যান্ড্রয়েড ৮.১-এর ওপর ভিত্তি করে তৈরি সিরিন ওস-ভিত্তিক ফোনটিতে থাকবে দুই ইঞ্চি স্লাইডার ‘সেফ স্ক্রিন’। থাকবে ইন্ট্রুসন প্রোটেকশন সিস্টেমও। এর বাইরে নিরাপদ যোগাযোগ, একাধিক কাজের সক্ষমতা, ক্রিপটোওয়ালেট এবং গুগল প্লে স্টোরের পাশাপাশি ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন সুবিধা থাকবে স্মার্টফোনটিতে।