মাদকের প্রতি আসক্ত হওয়াকে মাদকাসক্তি বলে। মাদকের বিভিন্ন প্রকার রয়েছে। এটি বিষাক্ত সাপের মতো। প্রতিনিয়ত দংশনের মধ্য দিয়ে এটি তিলে তিলে মানুষকে ধ্বংস করে দেয়। যুবসমাজই বেশি মাদকাসক্ত হয়। কিন্তু কেন জেনেবুঝে এই বিষপান? যুবসমাজের মাদকাসক্ত হয়ে পড়ার একমাত্র কারণ হচ্ছে মাদকাসক্তি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকা! মাদক গ্রহণের মাধ্যমে সাময়িকভাবে স্বস্তি পাওয়া গেলেও এই স্বস্তির পেছনে লুকিয়ে আছে ভয়ংকর ফাঁদ। এ ফাদে একবার জড়ালে স্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি সৃজনীশক্তির ক্ষয় হয়ে যায়। মাদক গ্রহণের কারণে মন বিক্ষিপ্ত হয়ে পড়ে। এতে মানুষ নৈতিক ও সামাজিক মুল্যবোধ হারিয়ে ফেলে। মাদকাসক্তির পেছনে আছে নানাবিধ কারণ। যেমন,
১। মস্তিষ্কে বিশেষ ধরনের প্রোটিনের পরিমাণ কম থাকলে এবং মলিকিউলার মেকানিজমের কারণে মাদকাসক্তি দেখা যায় বলে একটা সমীক্ষায় জানা গেছে।
২। মাদকাসক্ত ব্যক্তির মগজে জিএটি-৩ প্রোটিনের পরিমাণ কম থাকায় তারা তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না বিধায় মাদকের আশ্রয় নেয়।
৩। মাদকাসক্তির অন্যতম কারণ হচ্ছে মাদকের সহজলভ্যতা। মাদকের ওপর তরুণ প্রজন্মের কৌতূহল, নিছক মজা করার ইচ্ছা, মাদকের কুফল সম্পর্কে প্রকৃত জ্ঞানের অভাব এবং মাদক বিষয়ে ভ্রান্ত দৃষ্টিভঙ্গির কারণে মানুষ মাদকাসক্ত হয়ে পড়ে।
৪। মাদকাসক্তির আরেকটি প্রধান কারণ হচ্ছে পরিবার তথা বাবা-মায়ের দৃষ্টিভঙ্গি ও আচরণ।
৫। তা ছাড়া বন্ধুদের চাপ, ব্যর্থতা এমনকি মাদক নিয়ে স্মার্ট হওয়ার প্রবণতাও অনেককে মাদকের জগতে টেনে আনে।