শীত, গরম কিংবা বর্ষা; কিছু কিছু ত্বকে সারা বছরই মরা চামড়া উঠতে থাকে। ত্বকবিজ্ঞান বলছে, প্রতি ২৭ দিন পরপর মানুষের ত্বকের পুনর্জন্ম হয়। তবে সারা বছর যদি মরা চামড়া উঠতে থাকে, সেটা অস্বাভাবিক।
মূলত কয়েকটি কারণে সারা বছর মরা চামড়া উঠতে পারে। প্রথমত বংশগত তথা জিনগত কারণ, দ্বিতীয়ত পুষ্টিহীনতা এবং তৃতীয়ত ত্বক পরিচর্যার অভাব।
তবে যে কারণেই মরা চামড়া উঠুক, এটা দেখতে ভালো লাগে না বিধায় মন খারাপ হয়ে যায়। তবে একটু খেয়াল রাখলেই মরা চামড়া ওঠা থেকে মুক্তি লাভ করা যায়। চলুন, জেনে নিই।
মাথার ত্বক: মাথার ত্বকের মরা চামড়া ওঠা রোধ করতে পারে বাদাম, চিনি ও ওটমিল গুঁড়া। এ জন্য প্রথমে মাথায় হালকা শ্যাম্পু করে ধুয়ে নিন। তারপর ২ টেবিল চামচ বাদাম চিনির সঙ্গে ২ টেবিল চামচ ওটমিল গুঁড়া ও ২ টেবিল চামচ কন্ডিশনার মিশিয়ে মাথার ত্বকে গোলাকারভাবে মালিশ করুন। তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন দিন এ কাজ করলে মাথার ত্বকের মরা চামড়া দূর হবে।
মুখ: নারকেল তেল ও চিনির মাধ্যমে মুখের মরা চামড়া দূর করা সম্ভব। এ জন্য ২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ২ টেবিল চামচ চিনি মিশিয়ে মুখে লাগিয়ে গোলাকারভাবে মালিশ করুন। নিয়মিত এটি করলে মুখের ত্বকের মরা চামড়া ওঠা বন্ধ হবে।
ঠোঁট: চিনি, মধু, জলপাইয়ের তেল ও পুদিনার তেলের মিশ্রণ ব্যবহার করে ঠোঁটের মরা চামড়া ওঠা প্রতিরোধ করতে পারেন। ২ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ জলপাইয়ের তেল ও ১ ফোঁটা পুদিনার তেল ভালোভাবে মিশিয়ে নিন।
একটা পাতলা ও পরিষ্কার কাপড় গরম পানিতে ভিজিয়ে পাঁচ মিনিট ঠোঁটের উপর লাগিয়ে রাখুন। তারপর এই মিশ্রণটি ঘষে ঘষে ঠোঁটে লাগান। সবশেষে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঠোঁটের মরা চামড়া দূর হবে।