সম্পাদকীয়
মাসের অর্ধেকটা ভালোমন্দে কাটলো বটে; কয়েক দিন বাদে একটা শোক সংবাদ সবার মতো আমার মনকেও বেদনায় ভরিয়ে তুললো। চার দশক ধরে বাংলাদেশের সংগীতজগতে যাঁর বিচরণ, প্রতিভা ও সৃষ্টিশীলতা দিয়ে যিনি মুগ্ধ করেছেন সব বয়সী শ্রোতাদের, তিনি আজ আর আমাদের মাঝে নেই। হ্যাঁ, সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর কথা বলছি। বাংলা গানে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে শুধু এই কারণে নয় যে, বেশ কিছু চমৎকার গান তিনি উপহার দিয়েছেন। শ্রোতাদের রুচি পাল্টাতেও বিশেষ ভূমিকা রেখেছেন। যন্ত্রানুষঙ্গ, বিশেষত গিটারবাদনে তাঁর দক্ষতা আর সৃষ্টিশীলতা প্রশ্নাতীত ও কিংবদন্তিতুল্য। এই কৃতী শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
এ বছর পূর্ণ হলো লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড আড়ংয়ের ৪০ বছর। অন্যদিকে সাংস্কৃতিক সংগঠন উদীচীর অর্ধশতাব্দী। উভয়ের সাফল্য বাংলাদেশের অর্থনীতি ও সংস্কৃতির বড় অর্জন। তাদের জন্য রইল অভিনন্দন ও শুভকামনা।
প্রতিবছরের মতো এবারও যথাসময়ে আমরা প্রকাশ করেছি ক্যানভাস ওয়েডিং ইস্যু। মানে, এই সংখ্যা বিয়েসম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে। তবে পুনরাবৃত্তি বাদ দিয়ে। কেননা, নতুনত্বই আমাদের সব সময়ের অভিপ্রায়।
আমরা বলি, বর-কনের সাজ হতে হবে মানানসই। কিন্তু কীভাবে তা সম্ভব? এই জিজ্ঞাসার উত্তর নিয়ে রচিত হলো এবারের কভারস্টোরি ‘অবয়বসম্মত’। এতে বর্ণনা করা হয়েছে কোন দেহকাঠামোর বর-কনে কোন পোশাকটি পরবেন। রঙ, ডিজাইন, ফ্যাব্রিক- সবই এতে বুঝিয়ে বলা হয়েছে। মজার ব্যাপার, বর-কনেকে নিয়ে এত কথা হয় যে অন্যদের, বিশেষত কনের সঙ্গীদের সাজপোশাকের প্রসঙ্গটি ঢাকা পড়ে যায়। যদিও এটা ঠিক, বিনা সাজে তাদের কেউই বিয়ের আসরে আসেন না। কিন্তু কেমন সেই সাজ? এবারের পোর্টফোলিও থেকেই সে ধারণা মিলবে আশা করি।
বিউটি সেগমেন্টে স্থান পেয়েছে পাঁচটি মুসলিম দেশের কনেসাজ। এটা অন্তর্ভুক্ত করার কারণ মুসলিম বিশ্বে কনেসৌন্দর্যের ধারণা যে কত বৈচিত্র্যপূর্ণ, তা দেখানো। এ ছাড়া থাকছে বিয়ের আগে কনের সাত দিনের প্রস্তুতি।
বরের কথাও আমরা কিন্তু ভুলিনি।
আপ্যায়ন ছাড়া বিয়ের অনুষ্ঠান অকল্পনীয়। ভোজনরসিকেরা তা মাথায় রেখে আতিথ্য গ্রহণ করেন। তাদের উদর ও মন ভরাতে বিয়েকে কেন্দ্র করেই শহরের লাইফস্টাইলে আয়োজনের শেষ নেই। কাজটি উদ্বেগহীন ও সহজ করে দিতে সম্প্রতি আবির্ভূত হয়েছে অনলাইন ক্যাটারিং। এ নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছি এ সংখ্যায়। নিয়মিত আয়োজন হেঁশেলসূত্রও এড়িয়ে যায়নি বিয়ের উৎসব, ফলে এবারের আয়োজন জামাইথালা আর বিয়ের মিষ্টি নিয়ে। উদরপূর্তির পর চিত্তের আনন্দ জরুরি। তাই আর সবকিছুর সঙ্গে রয়েছে বিয়ের গান নিয়ে একটি ফিচার। ওয়েডিং ডেকোরেশনের সর্বসাম্প্রতিক ট্রেন্ড নিয়ে একটি নিবন্ধ রয়েছে নিয়মিত ঘরেবাইরে উপবিভাগে। এই যে একটা তালিকা দিলাম, এর বাইরে বেশ কিছু রচনা আমরা হাজির করেছি, যেগুলো আপনাদের আনন্দ দেবে, আমার বিশ্বাস।
বিয়ের উৎসব প্রাণবন্ত হোক। শুভ হোক।