দৈনন্দিন কাজের চাপ, পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব, উৎসব অনুষ্ঠানের হইহুল্লোড়ে ত্বক হয়ে পড়ে নিষ্প্রাণ ও নির্জীব। এ ক্লান্তি কাটিয়ে ত্বক উজ্জ্বল রাখার জন্য দরকার বাড়তি পরিচর্যা। প্রতিদিন নিয়ম মেনে।
১. ফ্রিজে বাটিতে গোলাপজল বা গোলাপজলে ভেজানো তুলা রেখে দিন। দিনে বেশ কয়েকবার ভেজা এ তুলা দিয়ে মুখ মুছে নিন। দিনের শেষে বাড়ি ফিরে চোখ বন্ধ করে শুয়ে পড়ুন। চোখের পাতার ওপর ভেজা তুলার প্যাড রাখুন। ক্লান্তি ভাব কেটে যাবে। ফ্লাওয়ার বেসড স্কিন টনিক যেমন ল্যাভেন্ডার বা রোজ স্কিন টনিক গরমে ত্বক সজীব রাখার জন্য উপকারী। এগুলো ব্যাগেও ক্যারি করতে পারেন।
২. সারা দিনের ধকলে ত্বক হারায় তার আর্দ্রতা। তাই এর দরকার যথাযথ ময়শ্চারাইজেশন। ডিমের সাদা অংশ ও মধু মিশিয়ে বোতলে পুরে রাখুন। মুখে মুখে ২০ মিনিট মাখিয়ে রেখে ধুয়ে ফেলুন। ডিমের সাদা অংশ ত্বক পরিষ্কার রাখবে, ত্বকের টানটান ভাব বজায় রাখবে। আর মধু তো ন্যাচারাল ময়শ্চারাইজার। তাই ত্বক শুষ্ক দেখাবে না। ত্বকের ময়শ্চার বজায় থাকবে।
৩. গোসলের সময় পানিতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নেওয়া যেতে পারে। ফ্রেশ লাগবে। ময়শ্চারাইজিং বাবল বাথও দারুণ আরামদায়ক। এ ক্ষেত্রে চন্দন, গোলাপ সমৃদ্ধ শাওয়ার জেল, বডি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এগুলোতে প্রাকৃতিকভাবে ত্বক ঠান্ডা রাখার ক্ষমতা থাকে।
৪. গোসলের আগে হারবাল বা অ্যারোমা ম্যাসাজ অয়েল দিয়ে ত্বক মাসাজ করে নিতে পারেন। ত্বক নরম ও মসৃণ হবে।