মারা গেলেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার সত্য পল। ৭ জানুয়ারী বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে পুনিত নন্দা। পুনিত তার নিজ ফেসবুক পেজে জানিয়েছেন, গত ২ ডিসেম্বর স্ট্রোক হয়েছিল সত্য পলের। খুব ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন। জীবনের সব কিছু থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। পরে তাকে যোগকেন্দ্র ইশা ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
আটপৌরে শাড়িকে সমসাময়িক করে তুলতে পেরেছিলেন সত্য পল। ১৯৪২ সালের ২ ফেব্রুয়ারী পশ্চিম পাঞ্জাবের লেইয়ায় তার জন্ম। ষাটের দশকে কাপড়ের ব্যবসা দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। ইউরোপ ও আমেরিকায়ও কাপড় রপ্তানি করতেন। ১৯৮০ সালে দিল্লিতে চালু করেন শাড়ি বুটিক লা’অ্যাফেয়ার। ১৯৮৬ সালে লঞ্চ করেন নিজ লেবেল সত্য পল।
ঐশ্বরিয়া রাই, মন্দিরা বেদী, কারিনা কাপুর, বিদ্যা বালানসহ বেশ কজন তারকা তার শাড়ি পরেছেন। পাশাপাশি সত্য পল তার লেবেলে যোগ করেন ড্রেস, কাপ্তান, হ্যান্ডব্যাগ ও স্কার্ফ। তা ছাড়া পুরুষদের জন্য নিয়ে আসেন টাই ও স্কার্ফ। বর্তমানে সারাবিশ্বেই সমাদৃত তার ফ্যাশন লেবেল।