আজকের রাশি I ২৬ জানুয়ারি
মেষ
জবজবে আনন্দের দিন। আনন্দ লেপ্টে থাকবে দিনমান।
বৃষ
পরিবর্তনের যে পরিকল্পনা কষেছেন, তা বাস্তবায়ন করতে যাচ্ছেন, সাবাস!
মিথুন
পুনরাবৃত্তি হবে কোনো কিছুর। চমক থাকবে সেখানে।
কর্কট
আত্মজয়ের উৎসাহে ভরপুর একটি দিন। অসাধারণ।
সিংহ
লম্ফঝম্ফ অনেক হয়েছে। স্থির হোন এবার, কাজটুকু করুন।
কন্যা
মানানসই একটা সময় পাবেন আজ। কাজে লাগান।
তুলা
নাটুকেপনার কমতি থাকবে না আজ। নাটকীয় সিদ্ধান্তেই শেষ হবে দিন।
বৃশ্চিক
অন্যমনস্ক কেন? মনটার দিশা পাবেন আজ।
ধনু
প্রেম কি ব্যাধি? আজ কিন্তু এর সংক্রমণটা প্রকট হবে।
মকর
ব্যাকুল হয়ে যাকে খুঁজছেন, তার সন্ধান পাবেন আজ।
কুম্ভ
বিশেষ কারণে মতের পরিবর্তন ঘটতে পারে আজ। ব্যাপারটা সময়েরই দাবি।
মীন
কান্ডজ্ঞানহীন কেউ বেশ বিরক্ত করবে। অস্থির হবেন না।