আজকের রাশি I ২৭ জানুয়ারি
মেষ
সমস্যা কি ঘনীভূত হচ্ছে? আপনিই কিন্তু পারেন তা হালকা করতে।
বৃষ
মন চঞ্চল হয়ে আছে? কারও সঙ্গে কথা বলতে কি বড্ড উতলা হয়ে আছেন?
মিথুন
অদৃশ্য কোনো কিছু কি তাড়া করছে? নিজেকে আর ঠকাবেন না।
কর্কট
অহেতুক কোনো কিছুতে কি জড়িয়ে পড়ছেন? নিজেকে সামলান।
সিংহ
একাই আজ অনেক কিছু করে ফেলতে হবে। কেউ না এলে একাই চলতে হয়।
কন্যা
চট করে কোনো কিছু স্থির করবেন না আজ। নতুবা বেশ পস্তাতে হবে।
তুলা
ঠোক্কর খেতে খেতেই কিছু একটা শিখবেন আজ। তা কাজেও দেবে।
বৃশ্চিক
চেনাশোনা কাউকে অচেনা ঠেকবে আজ। কোনো মন্তব্য নয়।
ধনু
ঝামেলাটা মস্ত ভারী হতে পারে। তবু সামলাতে পারবেন সাহসের সঙ্গেই।
মকর
কোনো একটা ব্যাপারে আচ্ছন্ন হয়ে আছেন বেশ। আজ তা অনেকটুকু কেটে যাবে।
কুম্ভ
আশকারা পেয়ে মাথায় উঠতে চাইবে কেউ। সাবধান।
মীন
ব্যস্ততা কেটে যাবে আজ। ঝরঝরে হবেন বেশ।