আজকের রাশি I ৭ এপ্রিল
মেষ
সুযোগ পাবেন আজ। সুস্থিরভাবে কাজে লাগান।
বৃষ
ধৈর্যনং ধরনং মুক্তিনং। ধৈর্য ধরাতেই মুক্তি।
মিথুন
কী বলছেন! এসব বলা কি সাজে আপনার?
কর্কট
উদাসী হাওয়া কি গায়ে লাগছে? টের পাচ্ছেন?
সিংহ
প্রেমের দ্বন্দ্বে কোনো সমঝোতায় আসতে হতে পারে আজ।
কন্যা
প্রিয়জনের কাছ থেকে কোনো সুসংবাদ আসতে পারে।
তুলা
দারুণ ফর্মে থাকবেন আজ। সবকিছুতেই সফল।
বৃশ্চিক
জিরানোর সুযোগ পাবেন। এরও যে প্রয়োজন আছে।
ধনু
বেশ কর্মব্যস্ত দিন কাটবে আজ। সফলতা পাবেন কিছুদিন পর।
মকর
কথা না বলে সমস্যা বাড়াবেন না। সমাধান আপনার হাতে।
কুম্ভ
প্রেমিক মনের পুরস্কার আজ আপনার ঝুলিতে আসি আসি করছে।
মীন
সময়টা ঠিক ক্লিক করছে না আপনার। সমস্যাটা চিহ্নিত করতে পারবেন।