আজকের রাশি I ৮ এপ্রিল
মেষ
জড়িয়ে যাবেন অপ্রত্যাশিত কোনো ঘটনায়। বেশ মজাও পাবেন।
বৃষ
ধূম্র্রজাল পরিষ্কার হবে। এবার এগোন।
মিথুন
জবাব দেওয়ার সুযোগ পাবেন আজ। চুপ কেন?
কর্কট
কোনো কিছু শক্তভাবে প্রতিহত করতে হতে পারে আজ। প্রস্তুত?
সিংহ
মানসিকভাবে শান্তি পাবেন আজ। এর বড্ড প্রয়োজন ছিল।
কন্যা
অপ্রতিরোধ্য হয়ে উঠবেন আজ। কে ঠেকায় আপনাকে!
তুলা
নিজেকে প্রস্তুত করার সুযোগ পাবেন আজ।
বৃশ্চিক
আজকের দিনের চ্যাম্পিয়ন আপনি। কনগ্রাচুলেশনস।
ধনু
নতুন কিছু অনুধাবন করতে পারবেন। খুশি হবেন।
মকর
আত্মবিশ্বাসের জায়গাটা ফিরে পাবে আজ। প্রাপ্তির দিন আজ।
কুম্ভ
মীমাংসা হবে কোনো ঝামেলার। শুভদিন।
মীন
সুখবর আসার দিন। ভালো লাগার দিন।