আজকের রাশি I ৩ অক্টোবর
মেষ
আজ কিন্তু খুব দ্রুত প্ল্যানমাফিক কাজ হবে।
বৃষ
অস্বস্তিকে জয় করতে হবে। নয়তো হারাবেন অনেক কিছু।
মিথুন
অচেনা সময়টাকে মোকাবিলা করতে হবে। দরকার সাহস।
কর্কট
চাপা স্বভাবের কারণে আজ একটু ঝামেলা হতে পারে।
সিংহ
অসাধারণ একটি দিন কাটাতে যাচ্ছেন আজ।
কন্যা
ব্যাপারটা সহজভাবে নিন। তবেই সমাধান খুঁজে পাবেন।
তুলা
দমবেন না। আজ কিন্তু শুধু এগোনোর সময়।
বৃশ্চিক
সচেতন থাকুন। একটি সমস্যা ঝামেলা পাকাতে পারে।
ধনু
অভিমানটুকু ভেঙে চুরমার হয়ে যাবে আজ।
মকর
না বলা কথা আজ বলতেই হবে তাকে।
কুম্ভ
সামলাতে হবে আজ এমন কিছু, যার মুখোমুখি আগে হননি।
মীন
ঝামেলা পার করে এগিয়ে যেতে হবে আজ।