আজকের রাশি I ৪ অক্টোবর
মেষ
প্রিয়জনের কষ্টে অনুশোচনা বেড়ে যেতে পারে।
বৃষ
আঁধার কেটে আলো আসবে। অসাধারণ একটি দিন।
মিথুন
সত্যের মুখোমুখি হবেন। ব্যাপারটা সহজভাবে নিন।
কর্কট
ভেঙে পড়বেন না, আবার শুরু করুন।
সিংহ
খুব কাছে চলে এসেছেন। আজ একেবারে মুখোমুখি হতে পারেন।
কন্যা
আজ এক রত্তি ঝামেলা আছে, সামলাতে হবে।
তুলা
কেউ ক্ষতি করতে চাইবে। সাবধান।
বৃশ্চিক
অচেনা সময়টাকে মোকাবিলার সাহস রাখুন।
ধনু
ব্যথিত হতে পারেন, তবু দমবেন না।
মকর
সচেতন থাকুন। অচেনা একটি সমস্যা আসতে পারে।
কুম্ভ
আজ নিজেকে ফিরে পাবার দিন।
মীন
হুড়োহুড়ি করবেন না। খুব গুরুত্বপূর্ণ কিছু করতে যাচ্ছেন।