আজকের রাশি I ৫ অক্টোবর
মেষ
বেশ দৌড়ের ওপর থাকবেন আজ। কিন্তু পজিটিভ।
বৃষ
বাজে সংবাদে ভেঙে পড়বেন না। সমান গতিতে এগোতে থাকুন।
মিথুন
হিতে বিপরীত কিছু হতে পারে। প্রস্তুত থাকুন।
কর্কট
সমস্যা আসতে পারে। তা মোকাবিলায় মাথা ঠান্ডা রাখুন।
সিংহ
বেশ ফর্মে থাকবেন আজ দিনজুড়ে।
কন্যা
মন ভার করার কোনোই কারণ থাকবে না আজ।
তুলা
আজ বেশ আলসে সময় কাটতে পারে।
বৃশ্চিক
মন মরা ভাবটা কেটে যাওয়ার এক শ একটা কারণ আছে আজ।
ধনু
বাধা আসবে। থামলে চলবে না কিন্তু!
মকর
কোনো ব্যাপার ঘোলাটে হবে। ঝকঝক করার দায়িত্ব কিন্তু আপনার।
কুম্ভ
কারও অবহেলায় আজ ব্যথিত হতে পারেন।
মীন
আবেগ বশে রাখতে হবে আজ। নইলে সব গুবলেট হয়ে যাবে।