আজকের রাশি I ২১ অক্টোবর
মেষ
জানি, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আপনি আজ প্রস্তুত।
বৃষ
সুখের বন্যায় আজ সব ধুয়ে নিয়ে যাবে কিন্তু!
মিথুন
দুঃখগুলো অমন সারি সারি করে আজ সাজিয়ে রেখেছেন কেন?
কর্কট
আড্ডা-গল্পের সুযোগ পাবেন। পেতে পারেন প্রিয় কিছু মুখের দেখাও।
সিংহ
দ্রুতবেগে ছুটে চলতে চলতে ক্লান্ত হয়েছেন। রেস্ট নিন আজ।
কন্যা
রুটিন মেনে চলুন। আর গুছিয়ে কাজ করুন। ফল অবশ্যম্ভাবী।
তুলা
ফটাফট কিছু ঘটনা ঘটতে পারে আজ। কিছু ধনাত্মক কিছু ঋণাত্মক।
বৃশ্চিক
শারীরিক অসুস্থতায় পেয়ে বসতে পারে আজ। আপনার ডাক্তার দেখান।
ধনু
সিদ্ধান্ত ভুল হলে ভোগান্তির কারণ হতে পারে আজ।
মকর
উপার্জন বাড়তে পারে আজ। বুঝেশুনে নতুন প্রকল্পে হাত দিন।
কুম্ভ
উপস্থিত বুদ্ধির বেশ প্রভাব থাকবে আজ। সমূহ বিপদও দূরে যাবে।
মীন
হঠাৎ পরিকল্পনা বদলে ফেলতে হতে পারে বিশেষ কোনো কারণে।