আজকের রাশি I ২২ অক্টোবর
মেষ
সমালোচনাকে যুক্তি দিয়ে মোকাবিলা করুন।
বৃষ
নীরবে আপনার কাজটা চালিয়ে যান। সুফল ঠিকই পাবেন।
মিথুন
অসুস্থতা চেপে বসার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
কর্কট
ভুল-বোঝাবুঝিটা বেদনার কারণ হতে পারে আজ।
সিংহ
নেতৃস্থানীয় কর্মকাণ্ডে আজ জড়িয়ে পড়তে পারেন।
কন্যা
প্রাণবন্ত থাকুন। উদার মানসিকতার পরিচয় দিন।
তুলা
একটি ভুল সিদ্ধান্তে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন।
বৃশ্চিক
সাফল্য অর্জনে বিশেষভাবে চেষ্টা চালাতে হবে আজ।
ধনু
আপনার বিশেষ কোনো চেষ্টায় সাফল্য আসতে পারে।
মকর
নিজের যোগ্যতা প্রকাশের একাধিক সুযোগ মিলতে পারে।
কুম্ভ
সকল নেতিবাচকতা থেকে নিজেকে জয় করবেন আজ।
মীন
রাস্তায় চলাচলে সাবধানতা অবলম্বন করুন।