আজকের রাশি I ২৩ অক্টোবর
মেষ
হৃদয়জুড়ে যে গর্ত হয়েছিল, আজ তা বুজে যাবে।
বৃষ
কোনো এক অদ্ভুত খেয়ালের ভূত চেপে বসবে।
মিথুন
খানিক ঝক্কি থাকলেও আজ আনন্দও বেশ পাবেন।
কর্কট
নিরালায় কাটালেন অনেক সময়, এবার হইহুল্লোড়ে মেতে থাকুন।
সিংহ
আজ মহান কাজে হাত দিতে যাচ্ছেন। শুভকামনা।
কন্যা
হৃদয়টা কাঁপছে কিছু বলতে। বলেই ফেলুন না।
তুলা
যেকোনো পরিস্থিতিতেই শান্ত থাকতে হতে পারে আজ।
বৃশ্চিক
টাটকা কিছু সুসংবাদে আজ রঙিন হয়ে উঠবেন।
ধনু
আজ কৌশলী হতেই হবে। আপনার এ বিদ্যা প্রচুর।
মকর
একটা সময় কিছু ঝামেলা বিরক্ত করতে পারে আজ।
কুম্ভ
ভ্রমণের নেশায় পেয়ে বসতে পারে আজ। আসুন না বেড়িয়ে।
মীন
সারি সারি দুঃখ সরে সরে যেতে থাকবে আজ থেকে।