আজকের রাশি I ২৮ অক্টোবর
মেষ
আপনার দৃঢ় মনোভাব উল্টো অন্যকে আজ পরীক্ষায় ফেলে দেবে।
বৃষ
বেখাপ্পা কিছু সময় আজ চেপে ধরতে পারে। সামলান কৌশলে।
মিথুন
খেলাচ্ছলের কোনো ব্যাপার সিরিয়াস রূপ নিতে চাইবে।
কর্কট
সঠিক সিদ্ধান্ত নিতে সাহসের অভাব আপনার ছিল না, এখনো হবে না।
সিংহ
পরিশ্রমের ধকল কাটাতে খুব বেশি বেগ পেতে হবে না আজ।
কন্যা
নিপুণ মুনশিয়ানায় আজ কাউকে মুগ্ধ করতে যাচ্ছেন। কনগ্রাচুলেশনস।
তুলা
জীবনটা নিয়ে বহু এক্সপেরিমেন্ট করেছেন। এবার সিদ্ধান্ত নিন।
বৃশ্চিক
এই অবসরে নিজেকে নতুনভাবে আবিষ্কার করে চমকিত হবেন।
ধনু
অনন্য সাধারণ একটি দিন কাটাতে যাচ্ছেন আজ।
মকর
আপনার দীর্ঘ পরিকল্পনা সফল হতে যাচ্ছে আজ থেকে।
কুম্ভ
বেদনা দূর করার বটিকা দুর্লভ কিছু নয়। পরিবারকে সময় দিন।
মীন
স্বপ্ন আর বাস্তব কি এক হয়- আজ তার উত্তর পাবেন।
Tula Rase
Valo na
Tula Rase
Valo na
Valo cholche na