আজকের রাশি I ২৯ অক্টোবর
মেষ
উদ্ভট গপ্প ফেঁদে প্রভাবিত করতে চাইবে কেউ, সাবধান।
বৃষ
দূরের মানুষ কাছে আসবে কোনো কারণে। চমকে ভরা একটি দিন।
মিথুন
সহজ পথ ছেড়ে কী কঠিন রাস্তায়ই না হাঁটছিলেন এত দিন! টের পাচ্ছেন তো।
কর্কট
সাফল্যের হাওয়ায় ছোটখাটো ঝামেলাগুলো উড়ে যাবে আজ।
সিংহ
আশাহত হওয়ার মতো কিছু নেই। হারের খুব কাছাকাছি থেকে ফিরে আসবেন।
কন্যা
সুখী হতে খুব বেশি কিছু যে লাগে না, তা বুঝবেন হৃদয় দিয়ে।
তুলা
অপ্রত্যাশিত কোনো সহায়তা পেতে যাচ্ছেন আজ।
বৃশ্চিক
হতাশায় ডুবে না থেকে নিজের কাজ সোৎসাহে চালিয়ে যান।
ধনু
আবেগে ভেসে না গিয়ে সঠিক রাস্তায় হাঁটুন। নতুবা পস্তাবেন।
মকর
লোভনীয় কিছুর হাতছানি উপেক্ষা করার পরীক্ষা দিতে হবে আজ।
কুম্ভ
আপনার চেষ্টাটা যেমন লক্ষণীয় ছিল, প্রাপ্তিটাও আজ তেমন অসাধারণ।
মীন
আজ উত্তেজনাপূর্ণ কিছু মুহূর্ত কাটাতে পারেন।