আজকের রাশি I ৩০ অক্টোবর
মেষ
সিঁড়ি দিয়ে ওঠা শুরু করেছেন। আজ আরও এক ধাপ উঠতে যাচ্ছেন।
বৃষ
জট পাকানো কিছু ব্যাপার অবলীলায় খুলে যাবে।
মিথুন
কারও কৃপণতায় ব্যথিত হতে পারেন। তাতে কষ্ট সেরে যাবে।
কর্কট
আস্থা রাখা যায় এমন কাউকে আজ পেয়ে যাবেন।
সিংহ
নির্ভরতা কমিয়ে নিজেকেই দায়িত্ব বুঝে নিতে হবে আজ।
কন্যা
অবিশ্বাস্য নয়, সত্যি! আজ তা অনুভব করতে পারবেন।
তুলা
নানা দিক দিয়ে নিজেকে আজ সমৃদ্ধ করতে পারবেন।
বৃশ্চিক
আজ একটা সুবর্ণ সুযোগ পেলেও পেতে পারেন। অবিচল হবেন না।
ধনু
সময়ের নানা রঙের সৌন্দর্য আলোড়িত করতে পারে আজ।
মকর
কাউকে কথা দিয়েছেন। সেই প্রতিজ্ঞা রক্ষা কিন্তু করতেই হবে।
কুম্ভ
আপনার আজকের পরিবর্তনটা হতে পারে চমকে ওঠার মতো।
মীন
অনিশ্চিত ব্যাপারও যে নিশ্চিত হতে পারে তা আজ জানবেন।