সম্পাদকীয়
শুভ নববর্ষ। নতুন বছরের শুরুতে ক্যানভাসের পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা।
নতুন বছরে ক্যানভাসের আয়োজনেও এসেছে নতুনত্ব। যুক্ত হয়েছে বেশ কয়েকটি নতুন বিভাগ। এগুলোর মধ্যে রয়েছে ফ্যাশন সেগমেন্টে মনোজাল ও লেবেল অ্যালার্ট, বিউটিতে মনোজাল ও ব্র্যান্ড টক, ফুডে গৃহজাত এবং লাইফস্টাইল সেগমেন্টে দেহযতন।
ক্যানভাসের এবারের থিম কালার ডাস্টি পিঙ্ক। পৃষ্ঠাসজ্জায় তাই নতুন বছরের রঙিন স্পর্শ পড়েছে ছড়িয়ে। অন্যদিকে, ফ্যাশনে সিএসআর, অর্থাৎ করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি ঘিরে সাজানো হয়েছে কভারস্টোরি। ফ্যাশন সেগমেন্টে আরও রয়েছে ইন্টারন্যাশনাল ফ্যাশন কোর, বডি টেপ, সাসটেইনেবল লন্ড্রি রুটিন প্রভৃতি বিষয়ের পসরা।
ফাউন্ডেশন ইন ওয়াটার, সঠিক পরিমাণে সৌন্দর্যপণ্য ব্যবহার, বায়োটিন বনাম কোলাজেন, ফেশিয়াল গাইড ইত্যাদি আয়োজনে সাজানো হয়েছে এবারের বিউটি সেগমেন্ট। ফুড সেগমেন্টে বিশেষ হাজিরা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তোলা রেসিপির। এ ছাড়া রয়েছে সময়োপযোগী নানান কিছু।
নতুন বছরে নিজেকে নতুনভাবে গড়ে তোলার প্রেরণাদায়ী বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে এবারের এডিটর’স কলামে। লাইফস্টাইল সেগমেন্টে আরও রয়েছে অনিদ্রা, ব্রেইল, রাশি-চক্করসহ বিভিন্ন বিষয়ের অবতারণা। আশা করছি, সব মিলিয়ে ক্যানভাসের এই আয়োজন আপনাদের কাছে বরাবরের মতোই পাবে গ্রহণযোগ্যতা।
এবারও একটি মন খারাপের খবর ভাগ করে নিতে চাই আপনাদের সঙ্গে। গত ২৩ ডিসেম্বর, মাত্র ৫৭ বছর বয়সে প্রয়াত হলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার ও সংগঠক এমদাদ হক। বর্ণিল কর্মময় জীবনে তিনি বিভিন্ন সময়ে ক্যানভাসকে নানাভাবে ঋণী করে গেছেন। আমরা কৃতজ্ঞচিত্তে সেই ঋণ স্মরণ করছি। তার মৃত্যুতে জানাই গভীর শোক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল সমবেদনা।
নতুন বছর ভালো কাটুক সবার। জীবন অর্থময় হোক।