skip to Main Content

সম্পাদকীয়

বছর ঘুরে আবার এল ফেব্রুয়ারি। ভাষার মাস। শোকের মাস। গৌরবের মাস। শুরুতেই সকল ভাষাশহীদ ও ভাষাসৈনিকের প্রতি গভীর শ্রদ্ধা।
ফেব্রুয়ারি বসন্ত আগমনীর মাসও। এ মাসে রয়েছে ভালোবাসা দিবস। তাই এবারের ক্যানভাস সেজেছে ভাষা, ভালোবাসা ও বসন্তে। থিম রং বসন্ত-ছোঁয়া কমলা।
এবারের কভারস্টোরি ভালোবাসা ঘিরে। তবে তা প্রচলিত ভাবনা থেকে নয়; বরং অতি প্রয়োজনীয় প্রসঙ্গকে স্পর্শ করে। বলছি সেলফ লাভ বা নিজেকে ভালোবাসার কথা। আপাতদৃষ্টে এর মধ্যে একধরনের স্বার্থপরতার গন্ধ থাকলেও আদতে তা নয়; বরং এটি অপরিহার্য। কেননা, নিজেকে ভালোবাসতে না জানলে অন্যকে, অন্য সবকিছুকে ভালোবাসতে পারা শুধু দুরূহই নয়, অসম্ভবও বলে অভিমত মনোবিদদের।
বসন্তকে স্মরণে রেখে ফ্যাশন সেগমেন্টে এবার হাজির বিশেষ পোর্টফোলিও। এই সেগমেন্টে আরও রয়েছে ফ্যাশনের শব্দভাণ্ডার, যুগল লকেট, কার্বন নেতিবাচকতা, প্রতিশোধমূলক পোশাক-পরিচ্ছদসহ বেশ কিছু বিষয়ের অবতারণা।
লিপস্টিকের লাল রঙের মর্মার্থ, সৌন্দর্যচর্চার সঙ্গে ঘুমের সংযোগ, কনসিলারের ক্যারিশমাসহ বিভিন্ন বিষয়ে সাজানো হয়েছে বিউটি সেগমেন্ট। ফুড সেগমেন্টে রয়েছে চিজের চমকজাগানিয়া রেসিপি, কিডনি রোগীর আহার-পথ্য, ঘরে বসে সালামি তৈরির কৌশল এবং অন্যান্য আয়োজন। অন্যদিকে, সামাজিক ন্যায়বিচারের হাল-হকিকত, লাস ভেগাসে রোমাঞ্চকর ভ্রমণ, ভাষা বাঁচানোর দাবিসহ বিভিন্ন প্রসঙ্গে সাজিয়েছি লাইফস্টাইল সেগমেন্ট।
শোকের মাসে আবারও আনতে হচ্ছে শোক প্রসঙ্গ। গত ১৪ জানুয়ারি ৮৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন বাংলাদেশে প্রাকৃতিক রঙের পুনর্জাগরণ ও কারুশিল্প আন্দোলনের অন্যতম পথিকৃৎ রুবি গজনবী। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল সমবেদনা।

সবার মঙ্গল হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top