skip to Main Content

ক্যানভাস ডেস্ক

এ বছরের সবচেয়ে বর্নিল কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ই মার্চ, ২০২৩ “রক এন্ড রিদম ২.০” শিরোনামে, যা আয়োজিত হচ্ছে এডভেন্টর কমিউনিকেশন্স এর উদ্যোগে। এই কনসার্টে দারুণ সব লাইনআপে মেতে উঠবে বাংলার তরুনসমাজ।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “রক এন্ড রিদম ২.০” একটি অন্যরকম মিউজিক ইভেন্ট সংগীতের শক্তিতে সবাই একত্রিত হবে। এই কনসার্টের মূল আকর্ষণ “পপাই বাংলাদেশ”, যিনি প্রথমবারের মতো বাংলাদেশে সংগীত পরিবেশন করবেন। এই ইভেন্টে এছাড়াও লাইভ পারফর্ম করবেন দেশের স্বনামধন্য ব্যান্ডদল অ্যাশেজ, মেঘদল, সোনার বাংলা সার্কাস, আফটারম্যাথ, হাইওয়ে, অড সিগনেচার, এবং স্মুচেজ। দর্শকেরা প্রবল আগ্রহে অপেক্ষায় আছে এই কনসার্টে যোগ দেওয়ার লক্ষ্যে।

ইভেন্টটি অনুষ্ঠিত হবে ঢাকার সবচেয়ে বড় মিউজিক্যাল ভেন্যু আইসিসিবি হল ৪, যেখানে থাকবে অসাধারণ সাউন্ড সিস্টেম এবং লাইটিং সিস্টেম।

কন্সার্টটির অতি জনপ্রিয়তার কারনে খুবই তাড়াতাড়ি টিকিট শেষ হয়ে যাচ্ছে। তাই আজই টিকিট সংগ্রহ করতে পারেন www.getsetrock.com ওয়েবসাইটে। বিস্তারিত তথ্যের জন্যে ভিজিট করুন এডভেন্টর কমিউনিকেশন্স এর অফিসিয়াল ফেইসবুক পেইজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top